যশোরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, ২ ঘণ্টা পর যোগাযোগ স্বাভাবিক

তেলবাহী ট্রেন
ছবি: সংগৃহীত

যশোর রেলস্টেশনে তেলবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে প্রায় ২ ঘণ্টা ধরে সারা দেশের সঙ্গে যশোরের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে রেলের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌছে ৪টি বগি সরিয়ে যশোরের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনেন।

যশোর রেলস্টেশনের মাস্টার আয়নাল হক দ্য ডেইলি স্টারকে জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, তেলবাহী ট্রেনটি যশোর শহরের রেলগেট এলাকা দিয়ে রেল স্টেশনে প্রবেশের পর ৪টি বগি লাইনচ্যুত হয়। ফলে বন্ধ হয়ে যায় রেলের যোগাযোগ ব্যবস্থা।

তারা আরও জানান, এর আগে একই স্থানে একাধিক বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। সম্ভবত ট্রেন লাইনে ত্রুটি থাকায় প্রায়শই এখানে দুর্ঘটনা ঘটে। 

যশোর রেলস্টেশনের মাস্টার আয়নাল হক দ্য ডেইলি স্টারকে জানান, দুর্ঘটনায় পড়া তেলবাহী ট্রেনটিতে ৩৬টি বগি ছিল। এর মধ্যে ৪টি বগি লাইনচ্যুত হয়। বগি ৪টি রেখে সামনে ও পেছনের সবগুলো বগি সরিয়ে নেওয়া হয়েছে। ফলে মূল ট্রেনলাইনটি সচল করা সম্ভব হয়েছে। বর্তমানে যশোরের সঙ্গে খুলনাসহ সারাদেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক আছে। 
 

Comments

The Daily Star  | English

Jet slams into school, kills 22, mostly children

Toll may rise; around 170 injured, many critically; ISPR says ‘mechanical failure’ caused BAF training plane to plunge into Uttara school

5h ago