খুলনায় সাবেক যুবদল নেতাকে গুলি ও রগ কেটে হত্যা

গাজীপুরে গ্যাস সিলিন্ডারের আগুন
স্টার ডিজিটাল গ্রাফিক্স

খুলনায় যুবদলের সাবেক এক নেতাকে গুলি করে ও পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত মাহবুবুর রহমান দৌলতপুর থানার পশ্চিম মহেশ্বরপাশা এলাকার করিম মোল্লার ছেলে। তিনি দৌলতপুর থানা যুবদলের সাবেক সহ-সভাপতি ছিলেন।

স্থানীয়রা জানান, আজ শুক্রবার জুমার নামাজের আগে নগরীর মহেশ্বরপাশা পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ বর্তমানে খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে রয়েছে।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ দুপুর দেড়টার দিকে কয়েকজন দুর্বৃত্ত মাহবুবকে গুলি করে ও পায়ের রগ কেটে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরবর্তীতে তার মরদেহ খুলনা মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।'

'আমরা ঘটনাস্থলে আছি ও দুর্বৃত্তদের ধরতে আমাদের বিভিন্ন টিম কাজ করছে', যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English

ACC to get power to probe corruption by Bangladeshis anywhere, foreigners in Bangladesh

The Anti-Corruption Commission (ACC) is set to receive sweeping new powers under a proposed ordinance that will allow it to investigate corruption by Bangladeshi citizens, both at home and abroad, as well as by foreign nationals residing in the country. .The draft Anti-Corruption Commissio

23m ago