খুলনায় ট্রেন-ট্রাক সংঘর্ষ, ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

খুলনার একটি লেভেল ক্রসিংয়ে যাত্রীবাহী ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়েছে। ছবি: সংগৃহীত
খুলনার একটি লেভেল ক্রসিংয়ে যাত্রীবাহী ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়েছে। ছবি: সংগৃহীত

খুলনার একটি লেভেল ক্রসিংয়ে যাত্রীবাহী ট্রেন একটি ট্রাককে ধাক্কা দিয়েছে। এই দুর্ঘটনার জেরে ঢাকার সঙ্গে খুলনার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। 

আজ সোমবার ফুলতলা-দৌলতপুর অংশের লেভেল ক্রসিংয়ে একটি ট্রাক আটকা পড়লে এই দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (পাকশী) হাসিনা খাতুন জানান, গেটম্যান ট্রেন থামানোর সংকেত দিলেও দূরত্ব কম থাকায় মহানন্দা এক্সপ্রেসের লোকোমাস্টার সময়মত ট্রেন থামাতে পারেননি। রাত ৮টার দিকে ট্রাকটিকে মহানন্দা এক্সপ্রেস ধাক্কা দেয়।

'আমরা শুনেছি ছয়-সাতজন মানুষ আহত হয়েছেন। তবে কেউ গুরুতর আহত বা নিহত হওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি', যোগ করেন তিনি।

খুলনা রেলওয়ে পুলিশ সুপার নিকুলিন চাকমা দ্য ডেইলি স্টারকে জানান, 'চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি খুলনার আফিল গেট এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষের ফলে ট্রেনের ইঞ্জিন ও দুটি বগি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।'

দুর্ঘটনাকবলিত ট্রেনের ভেতরের অংশ। ছবি: সংগৃহীত
দুর্ঘটনাকবলিত ট্রেনের ভেতরের অংশ। ছবি: সংগৃহীত

'ঘটনাস্থল থেকে জানানো হয়েছে, অনেক যাত্রী আহত হয়েছেন। আপাতত সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে', যোগ করেন তিনি।

এ বিষয়ে খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, 'ট্রেনে থাকা অনেক যাত্রী আহত হয়েছেন। গুরুতর আহত এক বয়স্ক ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।'

বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পশ্চিম) ফরিদ আহমেদ জানান, উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য ঘটনাস্থলের উদ্দেশে একটি রিলিফ ট্রেন পাঠানো হয়েছে।

রেললাইন খালি করা হলে রেল যোগাযোগ আবারও শুরু হবে।

(এই প্রতিবেদন তৈরিতে আমাদের খুলনা সংবাদদাতা অবদান রেখেছেন)

Comments

The Daily Star  | English

Maduro 'captured and flown out' of Venezuela, Trump says

The US conducted a 'large-scale strike" on the country, he added

5h ago