পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে ১০ লাখ লোক সমাগমের আশা আ. লীগের

মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি ফেরিঘাট পরিদর্শনে গিয়ে বক্তব্য দিচ্ছেন আ. লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম। ছবি: জাহিদ হাসান/স্টার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ জুন সকাল ১০টায় পদ্মা সেতুর উদ্বোধন করবেন। উদ্বোধনের পর মাদারীপুরের শিবচরে কাঁঠালবাড়িতে উদ্বোধনী জনসভায় প্রায় ১০ লাখ মানুষ উপস্থিত থাকবেন।

আজ বৃহস্পতিবার কাঁঠালবাড়ি বাংলাবাজার ফেরিঘাট পরিদর্শনে গিয়ে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, '২৫ জুন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুন্সিগঞ্জ প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধন করে সেতু পেরিয়ে জাজিরা প্রান্তের টোল প্লাজার সামনে উদ্বোধনী ফলক উন্মোচন করবেন। পরে তিনি শিবচরের কাঁঠালবাড়িতে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন।'

ওই জনসভায় দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার ১০ লাখ মানুষের সমাগম ঘটানো হবে বলে জানান তিনি।

তিনি বলেন, 'পদ্মা সেতু উদ্বোধন হতে যাচ্ছে। এর জমকালো অনুষ্ঠান উপলক্ষে সারাদেশে আনন্দ উৎসব করা হবে। সারাদেশে আওয়ামী লীগের নেতা-কর্মীরা প্রস্তুতি নিচ্ছেন। প্রধানমন্ত্রীর দৃঢ় সাহসী নেতৃত্বে নিজেদের টাকায় পদ্মা সেতু হয়েছে। তিনি লাখো জনতার জনসমুদ্রে উন্নয়নের বার্তা দেবেন।'

প্রধানমন্ত্রীর ভাষণের পর সাংস্কৃতিক অনুষ্ঠান, লেজার শো, আতশবাজিসহ নানা আয়োজন থাকবে বলে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাছিম জানান।

তিনি আরও বলেন, 'বিএনপি পদ্মা সেতু নিয়ে বিভ্রান্তি ও অপপ্রচার চালাচ্ছে। বিএনপিকে অনুরোধ করব আপনারা অপপ্রচারে উস্কানি দেবেন না। যদি ৭৫ এর ঘাতকের ভাষায়, খুনিদের ভাষায় কথা বলেন তা হলে বাংলাদেশের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ শান্তিপূর্ণভাবে আপনাদের মোকাবিলা করবে।'

এর আগে সকালে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও জাতীয় সংসদের চিফ হুইপ নুর-ই আলম চৌধুরী লিটনের নেতৃত্বে আওয়ামী লীগ নেতাদের একটি দল মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি ফেরিঘাট পরিদর্শন করেন। 

এ সময় পানিসম্পদ উপমন্ত্রী একে এম এনামুল হক শামীম, শরীয়তপুর ১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, বি এম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, আফজাল হোসেন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

NBR activities disrupted as officials continue work abstention

This marks the ninth day of protests since the interim government issued the ordinance on May 12

2h ago