‘আগামী বছর শুরু হচ্ছে আরও ২ মেট্রোরেল লাইন নির্মাণ কাজ’

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক। ছবি: ভিডিও থেকে

আগামী বছর আরও ২টি মেট্রোরেল লাইনের ভৌত কাঠামো নির্মাণ কাজ শুরুর পরিকল্পনা করছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

আজ বুধবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক এমআরটি লাইন-৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান।

দেশের প্রথম আন্ডারগ্রাউন্ড মেট্রোরেল ম্যাস র‌্যাপিড ট্রানজিট লাইন-১-এর ভৌত কাজ আগামী বছরের জানুয়ারিতে শুরু হবে বলে জানান তিনি।

এম এ এন সিদ্দিক আরও বলেন, 'এমআরটি লাইন-৫ (উত্তর রুট)-এর কাজ আগামী বছরের জুলাই মাসে শুরু হবে।

আজ বুধবার সকাল ১১টায় ফলক উন্মোচনের মধ্য দিয়ে মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান রওশন আরা মান্নান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী, ডিএমটিসিএলের এমডি মন সিদ্দিক, এমআরটি লাইন-৬ এর প্রকল্প পরিচালক আফতাব উদ্দিন তালুকদার, ঢাকায় নিযুক্ত নতুন জাপানি রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি এবং বাংলাদেশে জাইকার প্রধান প্রতিনিধি ইচিগুচি তোমোহিদেসহ অনেকে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন, বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি ও জাইকা বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তমোহিদে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মারক ডাকটিকেট, প্রথম দিনের কভার ও স্মারক নোট উন্মোচন করবেন।

Comments

The Daily Star  | English

Army vows legal action against personnel involved in enforced disappearances

The army's remark comes in the wake of a recent report by the United Nations Working Group on enforced or involuntary disappearances

15m ago