ইসরায়েলের হাইফা বন্দর কিনে নিলো ভারতের আদানি গ্রুপ

হাইফা বন্দর। ছবি: এএফপি ফাইল ফটো

ভূমধ্য সাগরের তীরে ইসরায়েলের প্রধান বন্দর হাইফা ভারতের আদানি গ্রুপ ও ইসরায়েলের বাণিজ্যিক প্রতিষ্ঠান গাগতের কাছে প্রায় ১১৮ কোটি ডলারে বিক্রির ঘোষণা দিয়েছে তেল আবিব।

গতকাল বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২ বছরের দরপত্র প্রক্রিয়ার শেষে কম মূল্যে আমদানি ও স্বল্প সময়ে পণ্য খালাসের শর্তে আদানি ও গাগতের কাছে হাইফা বন্দর বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইসরায়েলের অর্থমন্ত্রী আভিগদর লিবারম্যান গণমাধ্যমকে বলেন, 'হাইফা বন্দরের বেসরকারিকরণ বন্দরগুলোর মধ্যে প্রতিযোগিতা বাড়াবে এবং জীবনযাত্রার খরচ কমাবে।'

সংশ্লিষ্ট এক কর্মকর্তার নাম উল্লেখ না করে প্রতিবেদনে আরও বলা হয়, হাইফা বন্দরের অংশীদারিত্বের ৭০ শতাংশ আদানি গ্রুপ ও ৩০ শতাংশ গাদত পেয়েছে।

আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি টুইটারে বলেন, 'দরপত্রে জয়ী হতে পেরে আনন্দিত… ২ জাতির কাছেই এর কৌশলগত ও ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম।'

হাইফা বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দরপত্রে বিজয়ী প্রতিষ্ঠান ২টি আগামী ২০৫৪ সাল পর্যন্ত বন্দর পরিচালনা করবে।

Comments

The Daily Star  | English

Khaleda Zia’s body being taken to Manik Mia Avenue for janaza

Janaza will be held at Manik Mia Avenue at 2pm

2h ago