জাপানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাপান_বিএনপি
জাপানে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান। ছবি: সংগৃহীত

জাপানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বিএনপি জাপান শাখা গতকাল রোববার এক ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করে।

জাপান শাখা বিএনপির সভাপতি আলহাজ্ব নুর এ আলম নুরালীর সভাপতিত্বে এবং নুর খান রনির পরিচালনায় পবিত্র কোরআন তিলাওয়াত দিয়ে সভা শুরু হয়।

সভায় দেশের কল্যাণ, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনাসহ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় কিংবদন্তি গীতিকার, চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক সদ্যপ্রয়াত গাজী মাজহারুল আনোয়ারের প্রতিও শ্রদ্ধা জানানো হয়।  

এরপর দাঁড়িয়ে এক মিনিট নীরবতার মাধ্যমে সবার প্রতি শ্রদ্ধা জানানো হয়।

ভার্চুয়াল আলোচনার সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। 

বিশেষ অতিথি আমার দেশ সম্পাদক এবং সাবেক জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান ফোনে অনুষ্ঠানের সাফল্য কামনা করে শুভেচ্ছা জানান। 

আলোচনায় অংশ নিয়ে জাপান বিএনপির উপদেষ্টা এমডি এস ইসলাম নান্নু ভোলা ও নারায়ণগঞ্জে হত্যাকাণ্ডের নিন্দা জানান। 

তিনি বলেন, 'জাপানে দালালমুক্ত বিএনপি গঠন করে বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি এবং তারেক জিয়াকে বীর বেশে স্বদেশে ফিরিয়ে আনা হবে, সেই সঙ্গে গণতন্ত্রও।'

[email protected]

Comments

The Daily Star  | English

Ducsu election sees spontaneous turnout of voters

Ducsu election is being held at eight centres of the campus with nearly 40,000 registered voters and 471 candidates vying for 28 central posts.

1h ago