পর্তুগালে ‘হাওয়া’য় উচ্ছ্বসিত প্রবাসীরা

লিসবনে 'হাওয়া' সিনেমার প্রথম শো শেষে বাংলাদেশি দর্শকরা। ছবি সংগৃহীত।

সাম্প্রতিক সময়ের আলোচিত বাংলা সিনেমা 'হাওয়া'র বাণিজ্যিক প্রদর্শন হয়েছে ইউরোপের দেশ পর্তুগালে।

গত শনিবার সকাল ১১টায় দেশটির রাজধানী লিসবনের বাংলাদেশি অধ্যুষিত এলাকা সংলগ্ন সিনেমা ইডিয়েলে উদ্বোধনী শোতে অনেক দর্শক 'হাওয়া' দেখেন।

পর্তুগালে বাংলাদেশি মূলধারার সিনেমার বাণিজ্যিক প্রদর্শন এটাই প্রথম। 

এ উদ্যোগের কারণে দেশটিতে সিনেমাপ্রেমী ও সংস্কৃতিমনা বাংলাদেশিদের মধ্যে এমনিতেই কিছুটা বেশি আবেগ ছিল। দেশ-বিদেশে প্রশংসিত 'হাওয়া' দেখার সুযোগ পেয়ে সবাই বেশ উচ্ছ্বসিত ও মুগ্ধ। 

গভীর সমুদ্রে চিত্রায়িত মেজবাউর রহমান সুমন পরিচালিত 'হাওয়া' শেষ দৃশ্য পর্যন্ত সিনেমা হলে আটকে রেখেছিল লিসবনের বাংলাদেশি দর্শকদের।

পর্তুগালে বসবাসকারী বাংলাদেশি সাজিন আহমেদ কৌশিক বলেন, 'অসাধারণ চিত্রনাট্য, মেকিংয়ে ছিল ভিন্নতা, বিশেষ করে একটি নৌকার মধ্যে গল্পটাকে সুন্দরভাবে উপস্থাপনের মাধ্যমে শেষ পর্যন্ত দর্শক ধরে রাখা বিশাল দক্ষতা বিষয়।'

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সাবেক শিক্ষার্থী ও বর্তমানে পর্তুগাল প্রবাসী জামিল আকবর শামীম বলেন, 'অসাধারণ কাজ হয়েছে বাংলা সিনেমায় এবং তা পর্তুগালে বসে দেখতে পেরে আরও ভালো লাগছে।'

'আশাকরি এই ধারা অব্যাহত থাকবে এবং দেশের ভালো সিনেমাগুলো নিয়মিত দেখতে পারব,' বলেন তিনি।

পর্তুগালে হাওয়া প্রদর্শনের উদ্যোক্তারা জানান, দর্শকদের চাহিদা বিবেচনা রেখে আগামী ২২-২৩ অক্টোবর শনিবার ও রোববার সকাল ১১টায় সিনেমাটির আরও একটি করে প্রদর্শনী হবে।
বেনফোরমোসো রোডে মাতৃভাণ্ডার ও বিডি সুপার মার্কেটে সিনেমার অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে।

পর্তুগালে বাংলাদেশ কমিউনিটির প্রতিষ্ঠার প্রায় ৩০ বছর হয়েছে এবং এখানে প্রায় ২৫ হাজার বাংলাদেশি বসবাস করছেন।  

লেখক: পর্তুগাল প্রবাসী সাংবাদিক ও কমিউনিটি মিডিয়েটর।

Comments

The Daily Star  | English
forex reserve Bangladesh

Bangladesh’s gross forex reserves cross $33 billion after three years

The gross foreign exchange reserves crossed $33 billion for the first time in three years

6m ago