সিডনিতে বিডিহাবের বিজয়মেলায় বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা

বিজয়মেলায় বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার সিডনিতে বিডিহাব নামের একটি কমিউনিটি প্ল্যাটফর্মের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত বিজয় মেলায় প্রবাসী বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়া হয়েছে।

গত ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত এ মেলায় উপস্থিত ছিলেন প্রায় ৪ হাজার প্রবাসী বাংলাদেশি ও সিডনির মূলধারার জনপ্রতিনিধিরা।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত উল্লেখযোগ্য ব্যক্তিরা ছিলেন- স্টেট মেম্বার ফর ইস্ট হিলস ওয়েনডি এলিজাবেথ লিনডসে, কনসাল জেনারেল মো. শাখাওয়াত হোসেন, কাউন্সিলর ডারসি লাউড, কাউন্সিলর মাসুদ চৌধুরী, কাউন্সিলর সাজেদা আক্তার সানজিদা, সাবেক কাউন্সিলর শাহে জামান টিটু, প্রমুখ।

বিডিহাবের সভাপতি আবদুল খান রতন বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদানের বিষয়ে বলেন, 'বীর মুক্তিযোদ্ধাদের সন্মানিত করে আমরা নিজেরাই সন্মানিত হলাম।'

অনুষ্ঠানে কনসাল জেনারেল মো. শাখাওয়াত হোসেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে অবদান রাখা প্রত্যেকের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এদিন বিকেল ৪টায় সাইয়ান ইয়াসার জামানের কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে বিজয়ের অনুষ্ঠান শুরু হয়। এরপর অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত পরিবেশন করেন সামিন ইয়াসার জামান ও সৈয়দা আরুশিয়া উমায়জা। সমবেত কন্ঠে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।

মেলায় সিডনির বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা নাচ, গান, কবিতা ও পুঁথিপাঠসহ নানা প্রযোজনা উপস্থাপন করেন।

একক শিল্পী হিসেবে সংগীত পরিবেশন করেন নিলুফা ইয়াসমিন, জাহাঙ্গীর আলম, মারিয়া মুন, সমীর রোজারিও, রুহুল আমিন ও মধুমিতা সাহা। ফারিয়া আহমেদ ও সৈয়দ মাহবুব মোরশেদের নেতৃত্বে দলীয় সংগীত পরিবেশন করেন ভবের হাট ও সিবিজি গ্লোবাল মিউজিকের শিল্পীরা।

মৌসুমী সাহার নেতৃত্বে দলীয় নৃত্য পরিবেশন করেন নৃত্যান্জলী ডান্স অ্যাকাডেমির শিল্পীবৃন্দ। কলকাতার কলাঙ্কন অ্যাকাডেমির নৃত্যশিল্পীরা নৃত্য  পরিবেশন করেন অমৃতা পাল চৌধুরীর পরিচালনায়। প্রেরণা ড্যান্স গ্রুপ নৃত্য পরিবেশন করে তাসলিমা হোসেনের নেতৃত্বে। রতন কুন্ডুর পরিচালনায় বাংলা-সিডনি সাংস্কৃতিক জোটের ব্যানারে ব্যতিক্রমধর্মী পুঁথি নকশা 'মুক্তিযুদ্ধের গান' দর্শকদের প্রশংসা কুড়ায়। এতে অংশ নেন মধুমিতা সাহা, সুহৃদ সোহান হক, শ্রীমন্ত পাল ও রতন কুন্ডু। এ ছাড়াও সিডনির বিখ্যাত কৃষ্টি ব্যান্ড তাদের পরিবেশনার মাধ্যমে দর্শক-শ্রোতাদের আন্দোলিত করে।

অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে বাউলশিল্পী শফি মন্ডল ও জেবিন দীপা বাউল দেশজ সংগীত পরিবেশন করে হলভর্তি দর্শকদের মাতিয়ে তোলেন।

বিজয় মেলার সাংস্কৃতিক অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনা ও উপস্থাপনায় ছিলেন আকিদুল ইসলাম। উপস্থাপনায় সহযোগী হিসেবে ছিলেন পলি ফরহাদ ও শাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে শব্দ নিয়ন্ত্রণ করেন সঞ্জয় টাবু।

আকিদুল ইসলাম: অস্ট্রেলিয়া প্রবাসী লেখক, সাংবাদিক

Comments

The Daily Star  | English

Nahid calls for preparations for another mass uprising if ‘old game’ doesn’t end

He made these remarks during a street rally at Chashara intersection, Narayangaj

1h ago