বাংলাদেশিদের ভিসা স্থগিতের সিদ্ধান্ত রাজনৈ‌তিক নয়: ওমান দূতাবাস

ফাইল ছবি। সংগৃহীত

বাংলাদেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করার সিদ্ধান্তটি কোনো রাজনৈ‌তিক উদ্দেশ্যে নয় বলে জানিয়েছে ঢাকার ওমান দূতাবাস।

আজ বৃহস্পতিবার এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তারা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত সংক্রান্ত রয়্যাল ওমান পুলিশের ঘোষণার মূল প্রতিপাদ্য হলো ওমানে বিদেশি শ্রমবাজার সংক্রান্ত কর্তৃপক্ষ পরিচালিত সার্বিক সমীক্ষা পর্যালোচনা। এটি ওমানের শ্রম বাজারের চাহিদা ও স্থিতিশীলতার সঙ্গে সামঞ্জস্য আনার একটি প্রয়াস, যা বর্তমান শ্রম আইন অনুসারে শ্রমিক ও নিয়োগকর্তা উভয়ের অধিকার নিশ্চিত করার উদ্দেশ্যে গৃহীত হয়েছে।

এতে উল্লেখ করা হয়, 'ভিসা দেওয়া স্থগিত করার সিদ্ধান্তটি অন্যান্য দেশের নাগরিকদের ক্ষেত্রেও সমভাবে কার্যকর করা হয়েছে এবং সিদ্ধান্তটি একটি সাময়িক পদক্ষেপ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে, যাতে এ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে পুনরায় ভিসা দেওয়া কার্যক্রম শুরু করা যায়।'

'পর্যালোচনা প্রক্রিয়াটি বেশকিছু কারিগরি ও আইনি কাঠামোর সঙ্গে সংশ্লিষ্ট। যার লক্ষ্য প্রবাসী শ্রমিক ও নিয়োগকর্তার স্বার্থ রক্ষা করার পাশাপাশি ওমানে বিদেশি শ্রম বাজারের স্থিতিশীলতা নিশ্চিত করা', যোগ করা হয় এতে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার থেকে বাংলাদেশি নাগরিকদের সব শ্রেণির নতুন ভিসা ইস্যু স্থগিত কার্যকর করে রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। সেইসঙ্গে ওমানে টুরিস্ট ও ভিজিট ভিসায় আসা সকল জাতীয়তার জন্য ভিসা পরিবর্তন করার সুযোগও স্থগিতের ঘোষণা দেওয়া হয়।

Comments

The Daily Star  | English

Battery rickshaws overrun capital

Urban planners and experts warn that these vehicles could cripple the city's transport network unless regulations are in place and enforced immediately

9h ago