মালয়েশিয়ায় ভবন ধসে নিহত ৩ বাংলাদেশির পরিচয় জানা গেছে

ভবন ধসে শ্রমিক নিহত
ঘটনাস্থলে বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা। ছবি: সংগৃহীত।

মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন ধসে নিহত ৩ বাংলাদেশি শ্রমিকের পরিচয় পাওয়া গেছে।

তারা হলেন-বগুড়ার শিবগঞ্জ উপজেলার হরিপুর গ্রামের মোহাম্মদ মোকাদ্দেস আলী (৪৬), কুমিল্লার দেবিদ্বার উপজেলার লক্ষীপুর গ্রামের মোহাম্মদ সাইফুল ইসলাম (২৯) ও পাবনার চাটমোহর উপজেলার ছাইপাই গ্রামের মো. আহেদ আলী (৪২)।

ঘটনাস্থল থেকে বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) এ এস এম জাহিদুর রহমান নিহতদের পরিচয় নিশ্চিত করেছেন।

ভবন ধসের ঘটনায় আহত দুইজন হলেন-মো. রাজু ইসলাম (৩৩) ও মো. উজ্জল মৃধা (৩০)। তাদের পেনাং হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুজনের মধ্যে উজ্জলের অবস্থা আশঙ্কাজনক বলে জানান শ্রম সচিব। 

অপরদিকে এ ঘটনার পর থেকে নিখোঁজ ৪ বাংলাদেশি শ্রমিককে উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে মালয়েশিয়ান ফায়ার সার্ভিস ও পুলিশ।  

মালয়েশিয়ার স্থানীয় সময় মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে পেনাং রাজ্যে নির্মাণাধীন ভবন ধসের ঘটে। এতে ঘটনাস্থলেই দুই বাংলাদেশি শ্রমিক নিহত হন। আরেকজন হাসপাতালে মারা যান।

পেনাংয়ের উপপুলিশপ্রধান মোহাম্মদ ইউসুফ জান মোহাম্মদ এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন যে এ ঘটনার ভুক্তভোগীরা সবাই বাংলাদেশি নাগরিক।

বাংলাদেশি শ্রমিকদের খোঁজে ঘটনাস্থলে আছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ এ খাস্তগীর, প্রথম সচিব (লেবার) এ এস এম জাহিদুর রহমান ও পেনাংয়ে বাংলাদেশের অনারারি কনসাল জেনারেল দাতুক শাইক ইসমাইল আলাউদ্দীন।

Comments

The Daily Star  | English

Tug-of-war over water lily continues

The Election Commission and National Citizen Party remain locked in a heated debate over the party’s choice of electoral symbol, the water lily -- a dispute that began in June.

3h ago