মালয়েশিয়ায় আউটসোর্সিংয়ের মাধ্যমে বাংলাদেশি পাসপোর্ট সেবাদানের উদ্যোগ

আউটসোর্সিং কোম্পানির প্রস্তুতি কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. খোরশেদ আলম খাস্তগীর। ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সহজ ও দ্রুততর সময়ে পাসপোর্ট প্রদানের জন্য উন্নত অনেক দেশের আদলে আউটসোর্সিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন ও এক্সপ্যাট সার্ভিসেস লিমিটেড (ইএসএল) কোম্পানির মধ্যে চুক্তি হয়েছে।

বৃহস্পতিবার হাইকমিশন থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ইএসএল বাংলাদেশের পাশাপাশি মালয়েশিয়ায় নিবন্ধিত কোম্পানি।

প্রতিষ্ঠানটি ই-পাসপোর্ট এবং বাংলাদেশের ভিসা আবেদনের সেবা প্রদানের জন্য কুয়ালালামপুরের কেন্দ্রস্থলে প্রায় ১৪ হাজার বর্গফুট প্রশস্ত ভবন ভাড়া নিয়েছে। এই ভবন ওয়ান স্টপ সার্ভিস সেন্টার হিসেবে ব্যবহৃত হবে।

ওয়ান স্টপ সার্ভিস সেন্টার হিসেবে চালুর জন্য ইতোমধ্যে এখানে উন্নত প্রযুক্তির যন্ত্র স্থাপন করা হচ্ছে। পাশাপাশি ৪৭টি সার্ভিস কাউন্টার স্থাপনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

গত মঙ্গলবার আউটসোর্সিং কোম্পানির প্রস্তুতি কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করে বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এসময় এক্সপ্যাট সার্ভিসেস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর গিয়াস আহমেদ এবং তার সহকর্মীরা উপস্থিত ছিলেন। হাইকমিশনের প্রতিনিধি দল অফিস ব্যবস্থাপনার নির্মাণাধীন অবকাঠামো এবং বাহ্যিক অবয়ব দেখে সন্তোষ প্রকাশ করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আউটসোর্সিং কোম্পানি তাদের সেবার জন্য কী পরিমাণ সার্ভিস চার্জ পাবে, তা সইকৃত চুক্তির মাধ্যমে নির্ধারণ করা হয়েছে।

ওয়ান স্টপ সার্ভিস সেন্টারটির সার্বিক কার্যক্রম প্রত্যক্ষভাবে ইলেকট্রনিক ব্যবস্থায় সরাসরি হাইকমিশনের কর্মকর্তা ও কর্মচারীদের তত্ত্বাবধানে পরিচালিত হবে। সিসিটিভির মাধ্যমে তা হাইকমিশন থেকে সরাসরি মনিটরিংয়ের ব্যবস্থা রয়েছে।

এ ছাড়া, জনবল নিয়োগের বিষয়ে নিয়োগকৃত কর্মীদের হাইকমিশনের মাধ্যমে পুলিশ ভেরিফিকেশনের বাধ্যবাধকতা রয়েছে।

Comments

The Daily Star  | English

Local administration told to go tough, surveillance to be tightened on flash processions

Directives follow high-level meeting at chief adviser’s residence, says press secretary

27m ago