যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়ার কোম্পানির বিরুদ্ধে মালয়েশিয়ার অভিবাসী শ্রমিকদের মামলা

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার গ্লাভস প্রস্তুতকারক ব্রাইটওয়ে হোল্ডিংসের অভিবাসী শ্রমিকরা যুক্তরাষ্ট্রের কিম্বার্লি-ক্লার্ক করপোরেশন এবং অস্ট্রেলিয়ার আনসেল লিমিটেডের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।

আজ বুধবার মামলার বরাত দিয়ে রয়টার্স জানায়, সরবরাহকারী প্রতিষ্ঠান ব্রাইটওয়ে হোল্ডিংসে জোরপূর্বক শ্রমের কথিত ব্যবহার থেকে 'জ্ঞাতসারে লাভ' করার অভিযোগ আনা হয়েছে এই ২ প্রতিষ্ঠানের বিরুদ্ধে।

গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার ফেডারেল আদালতে দায়ের করা মামলায় ব্রাইটওয়ে হোল্ডিংসের ১৩ সাবেক অভিবাসী শ্রমিক মার্কিন ব্যক্তিগত পরিচর্যা প্রতিষ্ঠান কিম্বার্লি-ক্লার্ক করপোরেশন এবং অস্ট্রেলিয়ার ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম সরবরাহকারী প্রতিষ্ঠান আনসেল লিমিটেডের কাছে ক্ষতিপূরণ চেয়েছেন।

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, মধ্যস্বত্বভোগীদের উচ্চ নিয়োগ ফি প্রদান করেছেন শ্রমিকরা। অল্প বা কোনো বিশ্রাম ছাড়াই তারা দীর্ঘ সময় ধরে কাজ করেছেন এবং কোম্পানি তাদের পাসপোর্ট নিয়ে গেছে।

এতে আরও বলা হয়, ব্রাইটওয়ে হোল্ডিংস ও অন্যান্য মালয়েশিয়ান গ্লাভস প্রস্তুতকারকদের পাবলিক রিপোর্ট এবং শ্রম অডিটে যেসব ব্যত্যয় পাওয়া গেছে, সে ব্যাপারে জ্ঞাত ছিল কিম্বার্লি-ক্লার্ক ও আনসেল।

বিষয়ে মার্কিন ব্যবসায়িক সময়ের বাইরে মন্তব্য করতে চায়নি কিম্বার্লি-ক্লার্ক। আনসেল এবং ব্রাইটওয়ে বলেছে যে তাদের তাত্ক্ষণিক কোনো মন্তব্য নেই।

Comments

The Daily Star  | English
Cops sue 3,500 unidentified people over Rajbari shrine attack

Inaction as policy, lawlessness as outcome

The country deserves better than a government that only condemns after the fact

29m ago