সিডনিতে সড়ক দুর্ঘটনায় নিহত কিশোরের বোনের সতর্কবার্তা

কিশোর মাহি
নিহত কিশোর মাহিউদ্দিন মাহী। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার সিডনিতে গত শুক্রবার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে বাংলাদেশি বংশোদ্ভূত কিশোর মাহিউদ্দিন মাহী (১৭) নিহত হয়। 

আজ সোমবার মাহীর বোন তাসনিয়া উদ্দিন গণমাধ্যমের সঙ্গে আলাপকালে চালকদের সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন।

তিনি বলেছেন, 'মাহীর মৃত্যু আমাদের জন্য খুবই আবেগের বিষয়। আমি সব চালককে সতর্ক থাকতে অনুরোধ করতে চাই।'

'তার অমায়িক আচরণ এবং উদারতার জন্য আমরা তাকে আজীবন মনে রাখব,' বলেন তিনি।

তাসনিয়া উদ্দিনের এ সতর্কবার্তাটি আজ অস্ট্রেলিয়ার প্রায় সবগুলো শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। 

গত শুক্রবার গভীর রাতে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনায় নিহত হয় মাহী। আগামী বছর তার এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।

কয়েকদিন আগেই 'প্রভিশনাল রেড-পি' লাইসেন্স পেয়েছিল মাহী। লাইসেন্স পাওয়ার পরই পরিবারের কাছে গাড়ি কিনে দেওয়ার অনুরোধ জানায়। নতুন লাইসেন্স পাওয়া ছেলের অনুরোধে বাবা-মা তাকে কিনে দেয় 'স্পোর্টস কার' মিতসুবিশি ইভিও।

গাড়ি কেনার তিনদিন পর এম ফাইভ মোটরওয়ের গার্ডরেলের সঙ্গে ধাক্কা খেয়ে নিহত মাহী। দুর্ঘটনায় আগুন ধরে তার গাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। 

সিডনির গ্লেনফিল্ড হার্লসটন অ্যাগ্রিকালচারাল হাইস্কুলের ইয়ার ইলেভেনের শিক্ষার্থী মাহিউদ্দিন মাহীর বাবা গিয়াস উদ্দিন ও মা হাবিবা লিপির সঙ্গে সিডনির এডমনসন পার্ক এলাকায় থাকতেন।

আকিদুল ইসলাম: অস্ট্রেলিয়া প্রবাসী লেখক, সাংবাদিক

Comments

The Daily Star  | English

Trump says US oil firms to head into Venezuela

US companies to invest heavily in Venezuela’s oil sector, Trump says

8h ago