মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

দুর্ঘটনাকবলিত গাড়িটি (বামে) দুমড়েমুচরে যায়। ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন তিন বাংলাদেশি।

বুধবার ঈদের দিনে স্থানীয় সময় দুপুর ১টা ৪৯ মিনিটে দেশটির পেরাক রাজ্যের কাম্পার এলাকায় উত্তর-দক্ষিণ এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

মালয়েশিয়ার গণমাধ্যম উতুসান মালে জানিয়েছে, দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান আব্দুল্লাহ মোহাম্মদ, আলী আসকার ও মো. সোহেল মিয়া। তারা তিনজনই বাংলাদেশি।

এ ছাড়া, গুরুতর আহত হয়েছেন আরেক বাংলাদেশি মোহাম্মদ সোহেল (২৪)। তিনি পেট, মাথা ও বাম হাতে আঘাত পেয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে তাপাহ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাদের সবাই ক্যামেরন হাইল্যান্ডের বাগানের শ্রমিক ছিলেন।

কাম্পার পুলিশপ্রধান নাজরি দাউদ জানান, চালকসহ আটজন বহনকারী গাড়িটি ক্যামেরুন হাইল্যান্ড থেকে কুয়ালালামপুর যাচ্ছিল। চলন্ত গাড়ির টায়ার ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারান এবং লেনের দিকে যাওয়ার আগে গার্ডরেলে ধাক্কা লেগে গাড়িটা দুমড়ে-মুচড়ে যায়। পরে একটি লরি এসে পেছন থেকে গাড়িটিকে ধাক্কা দেয়।

Comments

The Daily Star  | English
Mirpur Kalshi Vibahavari Community Center Building Fire

Fire breaks out at building in Mirpur’s Kalshi

Cause of the fire could not be known immediately

1h ago