দুর্নীতি মামলায় মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাকের ১৫ বছরের কারাদণ্ড
অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাককে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।
আজ শুক্রবার দ্য স্ট্রেইটস টাইমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তার ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ২ দশমিক ৩ বিলিয়ন রিঙ্গিত বা ৭২৭ মিলিয়ন সিঙ্গাপুর ডলার স্থানান্তরের অভিযোগ আনা হয়েছে। মোট ২৫টি অভিযোগের মধ্যে ২১টি অর্থপাচারের ও ৪টি ক্ষমতার অপব্যবহারের।
এসব অভিযোগে তাকে মোট ১৫ বছরের কারাদণ্ড এবং ১১ দশমিক ৪ বিলিয়ন রিঙ্গিত জরিমানা করা হয়েছে। অনাদায়ে অতিরিক্ত ৪০ বছর কারাদণ্ড ভোগ করতে হবে।
৭২ বছর বয়সী নাজিব রাজ্জাক ২০২২ সালের আগস্ট থেকে কারাগারে আছেন। মালয়েশিয়ার রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিলের (ওয়ানএমডিবি) অর্থ কেলেঙ্কারির মামলায় তিনি তখন দোষী সাব্যস্ত হয়েছিলেন।
ওই মামলায় তাকে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরে সাজা কমিয়ে ৬ বছর করা হয়।
আগের মামলার সাজা শেষ হওয়ার পর নতুন সাজা কার্যকর হবে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
বিচারক কলিন লরেন্স বলেন, রাষ্ট্রপক্ষ সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা প্রমাণ করতে সক্ষম হয়েছে।
বিচার চলাকালে ওয়ানএমডিবির সাবেক নির্বাহী ও ব্যাংকারসহ বেশ কয়েকজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।

Comments