‘মুন্সিগঞ্জ-বিক্রমপুর সোসাইটি জাপান’র ঈদ আনন্দ উৎসব

ছবি: সংগৃহীত

জাপান প্রবাসীদের পরিচালিত আঞ্চলিক সংগঠন 'মুন্সিগঞ্জ-বিক্রমপুর সোসাইটি জাপান' প্রতি বছরের মতো এবারও অত্যন্ত আনন্দঘন পরিবেশে 'ঈদ আনন্দ উৎসব ২০২৫' সম্পন্ন করেছে।

'মুন্সিগঞ্জ-বিক্রমপুর সোসাইটি জাপান'-এর আহ্বানে সাড়া দিয়ে গ্রীষ্মের দাবদাহ উপেক্ষা করে মিসাতো পার্কে সর্বস্তরের প্রবাসীরা সপরিবারে জড়ো হয়েছিলেন অনুষ্ঠানে। সেখানে যোগ দিয়েছিলেন স্থানীয় জাপানিসহ অন্যান্য দেশের সুহৃদরা।

এই আয়োজনে আয়োজনস্থল পরিণত হয়েছিল একখণ্ড বাংলাদেশে। সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজিরের সঙ্গে যোগ হয়েছিল জাপানের শিনতো বন্ধুরাও।

ছবি: সংগৃহীত

ঈদুল আজহার মাহাত্ম্য সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য মুন্সিগঞ্জ-বিক্রমপুর সোসাইটি জাপান কোরবানির মাংসে আপ্যায়ন করতে জাপান প্রবাসীদের একত্রিত করে এবং বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানের মাধ্যমে 'ঈদ আনন্দ' অনুষ্ঠানের আয়োজন করে থাকে।

ইসলাম ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব ধরে এই আয়োজন করা হলেও উৎসবের আমেজে ভিন্ন ধর্মাবলম্বীদের প্রতি সম্মান জানিয়ে আপ্যায়নের মেন্যুতেও বৈচিত্র্য রাখা হয়েছিল।

গত ২৯ জুন টোকিওর অদূরে সাইতামা প্রিফেকচারের মিসাতো সিটির সবুজে ঘেরা এবং লেক সংলগ্ন মিসাতো পার্কের নির্মল খোলা উদ্যানের মনোরম পরিবেশে এবারের ঈদ আনন্দ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

দুপুরের দিকে সংগঠনের সভাপতি বাদল চাকলাদার ও সাধারণ সম্পাদক এস ইসলাম নান্নু সবাইকে স্বাগত জানান। এরপর কোরবানির মাংসে ঈদ আপ্যায়ন পর্বের সূচনা ঘোষণা করেন। বিক্রমপুরের ঐতিহ্যে সবাইকে আপ্যায়ন করা হয়। মুন্সিগঞ্জের মেয়ে সুমা ফারহার হাতে বানানো ভর্তা আয়োজনে বিশেষ প্রশংসিত হয়।

আয়োজনে বিনোদন পর্ব ও র‍্যাফেল ড্র শেষে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

 

[email protected]

Comments

The Daily Star  | English
US wants Bangladesh trade plan,

Reducing US trade GAP: Dhaka turns to Boeing, wheat imports

Bangladeshi officials are preparing for a third round of talks in Washington next week

6h ago