বিমানের ঢাকা-ম্যানচেস্টার ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত ১ মাস পেছাল
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-ম্যানচেস্টার-ঢাকা রুটের নিয়মিত ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত ১ মাস পেছানো হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা-ম্যানচেস্টার-ঢাকা রুটের ফ্লাইট আগামী ১ ফেব্রুয়ারি থেকে নয়, ১ মার্চ থেকে সাময়িক স্থগিত থাকবে।
আজ মঙ্গলবার বিমান এক বিজ্ঞপ্তিতে নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছে।
এতে বলা হয়, ইতোমধ্যে টিকিট কেটে রাখা যাত্রীদের কথা বিবেচনা করে আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিমানের পরিচালনা পর্ষদ।
বিমান জানিয়েছে, ভুক্তভোগী যাত্রীদের ঢাকা-লন্ডন-ঢাকা রুটে বিকল্প ফ্লাইটে ভ্রমণ, ভ্রমণের তারিখ পরিবর্তন, টিকিট ফেরত ও অন্যান্য সেবা নীতিমালা অনুযায়ী দেওয়া হবে।
এর আগে, গত ৪ জানুয়ারি বিমান ১ ফেব্রুয়ারি থেকে ঢাকা-ম্যানচেস্টার ফ্লাইট স্থগিত রাখার কথা জনিয়েছিল।
২০২১ সালে বিমান এই রুটে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা শুরু করে।

Comments