ঢাকা থেকে পুরোনো যানবাহন সরানোর আহ্বান গাড়ি আমদানিকারকদের

রাজধানীর মিরপুর সড়কে তীব্র যানজট। ছবি: প্রবীর দাশ

স্বাস্থ্যকর রাজধানী গড়তে ১৫ বছরের বেশি পুরোনো গাড়ি ঢাকা থেকে ধীরে ধীরে ক্রমান্বয়ে সরিয়ে নিতে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটিকে (বিআরটিএ) আহ্বান জানিয়েছে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের (বারভিডা)। 

এছাড়া গাড়ির রেজিস্ট্রেশন ফি উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে অভিযোগ তুলে এসব ফি যৌক্তিকীকরণের অনুরোধ জানিয়েছে বারভিডা। তারা আমদানিকৃত রিকন্ডিশন্ড গাড়িগুলো দেশে আমদানির পর একবার আমদানিকারকের নামে এবং পরবর্তীতে ক্রেতার নামে অর্থাৎ দু'বার রেজিস্ট্রেশনের অযৌক্তিক প্রথা বিলুপ্তকরণেরও দাবি জানান। 

বিআরটিএ সদর দপ্তরে বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদারের সঙ্গে বৈঠকে সমিতির পক্ষ থেকে এ দাবি জানানো হয়। 

মঙ্গলবার সকালে বিআরটিএ চেয়ারম্যান জনাব নুর মোহাম্মদ মজুমদারের সঙ্গে বৈঠকে এসব দাবি জানান তারা। সংগঠনটির মহাসচিব মোহাম্মদ শহীদুল ইসলামসহ অন্যান্য কার্যনির্বাহী কমিটির সদস্যদের সমন্বয়ে গঠিত ওই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বারভিডা প্রেসিডেন্ট মো. হাবিব উল্লাহ ডন।
 

Comments

The Daily Star  | English

If anything happens at DU today, the fault lies with Jamaat, VC: JCD president

Jamaat, Shibir activists gathering around the campus with arms since morning, he says

10m ago