বাংলালিংকের গ্রাহক সংখ্যা ৪ কোটি ছাড়াল

বাংলালিংকের গ্রাহক ৪ কোটি ছাড়াল

দেশের অন্যতম টেলিকম প্রতিষ্ঠান বাংলালিংক ৪ কোটি গ্রাহকের নতুন মাইলফলক অর্জন করেছে।

আজ বৃহস্পতিবার বাংলালিংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, '২০২৩ সালের জানুয়ারিতে ৩ দশমিক ৩ লাখ সংখ্যক নতুন গ্রাহক নিয়ে এই অর্জন করেছে বাংলালিংক। জানুয়ারি শেষে নতুন গ্রাহকসহ বাংলালিংকের গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৪ কোটি ১৪ লাখে।'

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, 'দেশব্যাপী নেটওয়ার্ক সম্প্রসারণ এবং ধারাবাহিক প্রযুক্তিগত অগ্রগতির ফলে বাংলালিংকের এই মাইলফলক অর্জন সম্ভব হয়েছে। বাংলালিংক গত বছর নেটওয়ার্কে প্রায় ৪০ শতাংশ সম্প্রসারণ করে, ফলে এর মোট সাইটের সংখ্যা এখন ১৪ হাজার ৫০০-এরও অধিক। এটি বাংলালিংককে দেশব্যাপী বিস্তৃত একটি অপারেটর হিসেবে অবস্থান তৈরিতে সহায়তা করেছে। বাংলালিংককে পরপর ৩ বছর ওকলা দেশের দ্রুততম ফোরজি নেটওয়ার্ক হিসেবেও স্বীকৃতি দিয়েছে। উন্নত নেটওয়ার্ক ও ডিজিটাল সেবার জন্য বাংলালিংক ২০২২ সালে দেশের অপারেটরদের মধ্যে সর্বাধিক সংখ্যক গ্রাহক অর্জনে সক্ষম হয়। ২৬ লাখ নতুন গ্রাহক বৃদ্ধি পরপর দুই প্রান্তিকে বাংলালিংকের দুই অঙ্কের প্রবৃদ্ধি অর্জনে ভূমিকা রেখেছে।'

আজ রাজধানীর সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান, বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস ও বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমানের উপস্থিতিতে বিশেষ এই অর্জন উদযাপন করা হয়।

মোস্তাফা জব্বার বলেন, 'আমাদের টেলিকম খাত বাংলাদেশের প্রযুক্তিগত অগ্রগতির অন্যতম চালিকাশক্তি। দেশের অন্যতম একটি টেলিকম অপারেটর হিসেবে বাংলালিংক এই অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলালিংক সামনের দিনগুলোতে আরও সাফল্য অর্জন করবে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে অবদান রাখবে এ আমার বিশ্বাস।'

বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস বলেন, 'বাংলালিংকের ৪ কোটি গ্রাহক অর্জন আমাদের প্রবৃদ্ধির যাত্রায় আরেকটি গৌরবময় অধ্যায়ের সূচনা করেছে৷ আমরা গ্রাহক, নীতিনির্ধারক, অংশীদার এবং অন্য সব সংশ্লিষ্ট পক্ষের প্রতি তাদের সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি৷ বাংলালিংক এই মাইলফলক অর্জন থেকে অনুপ্রেরণা নিয়ে গ্রাহকদের জীবনে আরও ইতিবাচক পরিবর্তন এনে সামনে এগিয়ে যেতে চায়।'

Comments

The Daily Star  | English

Officials for polls duty: BNP to oppose hiring from select entities

Party will ask EC not to pick people from Islami Bank, Al-Arafah Islami Bank, Islami Bank Hospital, Ibn Sina Trust

9h ago