বেনাপোল দিয়ে ২০১ টন পেঁয়াজ আমদানি

বেনাপোল বন্দর। ফাইল ছবি

বেনাপোল বন্দর দিয়ে প্রথম চালানে ২০১ টন পেঁয়াজ আমদানি করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

বেনাপোল বন্দরের ডাইরেক্টর আব্দুল জলিল দ্য ডেইলি স্টারকে জানান, আজ শনিবার সন্ধ্যায় আমদানি হওয়া এই পেঁয়াজ রাতেই বন্দর থেকে খালাস করে দেওয়া হয়েছে।

বেনাপোল স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কর্মকর্তা হেমন্ত কুমার সরকার জানান, খাওয়ার উপযুক্ত হওয়ায় বন্দর থেকে পেঁয়াজের ছাড়পত্র দেওয়া হয়েছে। দ্রুত খালাসের জন্য সব ধরনের ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।

বন্দর কর্তৃপক্ষ জানায়, বন্দর থেকে দ্রুত পেঁয়াজ ছাড় করতে সব ধরনের সহযোগিতা দিচ্ছে কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ।

নানা কারণে পেঁয়াজ আমদানি কমে যাওয়ায় এর বাজার মূল্য ঊর্ধ্বমুখী। সরকারিভাবে পেঁয়াজ আমদানি হওয়ায় দাম কমতে পারে বলে মনে করছেন বিক্রেতারা।

বেনাপোল বাজারের পাইকারি পেঁয়াজ বিক্রেতা শাহানুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'খোলা বাজারে এক সপ্তাহ আগে ভারতীয় পেঁয়াজ ৫৫ টাকায় বিক্রি হলেও সরবরাহ কম থাকায় বর্তমানে ৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে। সরকার পেঁয়াজ আমদানি করলে বাজারে দাম কমতে পারে।'

গত বছর বেনাপোল বন্দর দিয়ে টিসিবি ৫ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেছিল। তখন পেঁয়াজের আমদানি খরচ পড়েছিল ৪০ টাকা প্রতিকেজি।

আজ দেশে আসা চালানের প্রতি কেজি পেঁয়াজ আমদানির খরচ ৫৫ টাকা হলেও সরকার ভর্তুকি দিয়ে ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিম্নআয়ের মানুষের কাছে বিক্রি করবে।

 

Comments

The Daily Star  | English

Bangladesh’s forex reserves fall to $25.3 billion after ACU payment

The country cleared $1.50 billion in import bills under the Asian Clearing Union (ACU)

51m ago