হিলি স্থলবন্দর দিয়ে আলু আমদানি শুরু

দিনাজপুর
ছবি: সংগৃহীত

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আবার আলু আমদানি শুরু হয়েছে।

বন্দর কর্মকর্তারা জানান, আজ শনিবার বিকেল ৩টার দিকে হিলি স্থলবন্দর দিয়ে ২৫ মেট্রিক টন আলু বোঝাই একটি ভারতীয় ট্রাক বাংলাদেশে আসে। আজ এ বন্দর দিয়ে প্রায় ১০০ মেট্রিক টন আলু আমদানির কথা আছে।

হিলি স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট আহমেদ কবির জানান, শনিবার পর্যন্ত তিনটি ভারতীয় ট্রাকে আরও ৭৫ মেট্রিক টন আলু আসবে। আমদানিতে সব খরচসহ প্রতি কেজিতে খরচ হয়েছে ২০ টাকা। মেসার্স মুক্তা এন্টারপ্রাইজ আলু আমদানি করেছে।

হিলি স্থলবন্দরের উদ্ভিদ দূষণ নিয়ন্ত্রণ কেন্দ্রের উপ-সহকারী কর্মকর্তা ইউসুফ আলী জানান, ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে ৩৪ হাজার মেট্রিক টন আলু আমদানির জন্য সরকার ৪৯ আমদানিকারককে অনুমতি দিয়েছে।

দাম বেড়ে যাওয়ায় গত বছরের ২ নভেম্বর হিলি স্থলবন্দরসহ বিভিন্ন স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি শুরু হয়। তবে গত বছরের ১৫ ডিসেম্বর আমদানি বন্ধ হয়ে যায়।

Comments

The Daily Star  | English

Govt working to deliver inclusive, credible election: Yunus

The new UN mission in Dhaka will provide technical support for reform initiatives, as well as capacity-building, says CA

14m ago