দিনাজপুর সীমান্তে কৃষককে ধরে নেওয়ার ৫ ঘণ্টা পর ছাড়ল বিএসএফ

border killing logo
প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

দিনাজপুরের বিরল উপজেলার সীমান্ত এলাকা থেকে এক বাংলাদেশি কৃষককে ধরে নেওয়ার ৫ ঘণ্টা পর ছেড়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসানুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, সীমান্তবর্তী দীপনগর গ্রামের কৃষক মোহাম্মদ আল আমিন (১৮) আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে জমিতে যাওয়ার সময় বিএসএফ সদস্যরা তাকে আটক করে। 

লেফটেন্যান্ট কর্নেল আহসানুল ইসলাম বলেন, 'চোরাকারবারিদের ধাওয়া করতে গিয়ে বিএসএফের একটি দল বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে এবং চোরাকারবারিদের ধরতে ব্যর্থ হয়ে তারা আল আমিনকে ধরে ৩২৩ নম্বর সীমান্ত পিলারের কাছে নিয়ে যায়।'

গ্রামবাসীদের অভিযোগ, বিএসএফ সদস্যরা আল আমিনকে মারধর করেন।

তাৎক্ষণিকভাবে  বিজিবি ওই এলাকায় নিরাপত্তা জোরদার করে এবং ৪২ বিজিবি ব্যাটালিয়নের কর্মকর্তারা বিএসএফের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানায় ও আটক কৃষককে ফেরত চায়।

আহসানুল ইসলাম বলেন, 'বিকেল সাড়ে ৩টার দিকে উভয় পক্ষ পতাকা বৈঠক করতে সম্মত হয়। পতাকা বৈঠক শেষে বিজিবি সদস্যরা আল-আমিনকে নিয়ে আসেন এবং দাপ্তরিক কিছু প্রক্রিয়া শেষে তাকে তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে।'

Comments

The Daily Star  | English

Trump says US oil firms to head into Venezuela

US companies to invest heavily in Venezuela’s oil sector, Trump says

27m ago