সুনামগঞ্জ সীমান্তে বিস্ফোরক তৈরির ২৪টি ডেটোনেটর উদ্ধার

ছবি: বিজিবি

সুনামগঞ্জ সীমান্ত এলাকা থেকে বিস্ফোরক তৈরির ২৪টি ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ শুক্রবার সকাল ৮টার দিকে তাহিরপুর উপজেলার চারাগাঁও সীমান্তসংলগ্ন মাইজগাঁও গ্রাম থেকে ডেটোনেটরগুলো উদ্ধার করা হয়।

দুপুরে এ তথ্য জানান সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির।

বিজিবি জানায়, ডেটোনেটরগুলো সীমান্তে বাংলাদেশের প্রায় ৩০ গজ ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় শুকনো পাতার নিচে লুকানো ছিল। উদ্ধারকৃত ইলেকট্রিক ডেটোনেটরগুলো দিয়ে শক্তিশালী ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) তৈরি করা সম্ভব। যা নাশকতার আশঙ্কা তৈরি করছে।

লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদির বলেন, 'দেশের বর্তমান পরিস্থিতিতে ডেটোনেটরগুলো দুরভিসন্ধিমূলক উদ্দেশ্যে আনা হয়ে থাকতে পারে। এ ঘটনার সঙ্গে স্থানীয়ভাবে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এসব ডেটোনেটর আনা হয়েছে—তা জানতে তদন্ত চলছে।'

তিনি আরও বলেন, 'সুনামগঞ্জে প্রায় ৯০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত আছে। পুরো সীমান্তজুড়ে নজরদারি জোরদার করা হয়েছে। বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে।'

Comments

The Daily Star  | English

Khaleda Zia laid to eternal rest

Buried with state honours beside her husband Ziaur Rahman

11h ago