লালমনিরহাট সীমান্তে বিএসএফের সেতু নির্মাণ চেষ্টা, বিজিবির বাধায় কাজ বন্ধ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে জিরোলাইনের পাশে একটি রিং ব্রিজ নির্মাণের চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় নির্মাণকাজ বন্ধ করে বিএসএফ।
গতকাল শুক্রবার দুপুরে উপজেলার ধবলসুতি বিজিবি ক্যাম্পসংলগ্ন সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।
বিজিবির বাধায় সীমান্তের ওই অংশে বিএসএফের সেতু নির্মাণ বন্ধ থাকলেও নির্মাণকাজের জন্য আনা বিভিন্ন সামগ্রী এখনো ঘটনাস্থলে রয়ে গেছে। এতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, ধবলসুতি বিজিবি ক্যাম্পের অদূরে আন্তর্জাতিক সীমান্ত পিলার ৮২৮ এর ২ নম্বর সাব-পিলারের কাছে ভারতের অংশে একটি মেঠো সড়ক সংলগ্ন খালে বিএসএফ রিং ব্রিজ নির্মাণ শুরু করে।
শুক্রবার দুপুরে কাজ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই বিজিবির টহলদল বিষয়টি টের পায়। তাৎক্ষণিকভাবে বিজিবি বাধা দিলে বিএসএফ সদস্যরা নির্মাণকাজ বন্ধ করে সরে যায়।
স্থানীয় বাসিন্দা জহুরুল ইসলাম (৫০) জানান, ভারতের অংশে জিরোলাইনের খুব কাছ দিয়ে একটি মেঠো সড়ক রয়েছে। ওই সড়কের একটি খালের ওপর বিএসএফ রিং সেতু নির্মাণের জন্য আগে থেকেই মালামাল এনে রাখে। বিজিবির বাধার মুখে কাজ বন্ধ থাকলেও মালামাল এখনো সরানো হয়নি। তার আশঙ্কা, সুযোগ বুঝে যেকোনো সময় বিএসএফ আবার নির্মাণকাজ শুরু করতে পারে।
ধবলসুতি বিজিবি ক্যাম্পের কমান্ডার হাবিলদার আনোয়ার হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও নজরদারির সময় বিএসএফের এই তৎপরতা আমাদের নজরে আসে। বিজিবির উপস্থিতি টের পেয়ে বিএসএফ সদস্যরা সঙ্গে সঙ্গে রিং সেতুর নির্মাণকাজ বন্ধ করে ঘটনাস্থল ত্যাগ করে। ওই স্থান থেকে নির্মাণসামগ্রী সরিয়ে নিতে বিএসএফকে লিখিতভাবে জানানো হয়েছে।'
জানতে চাইলে লেফটেন্যান্ট কর্নেল মাসুম দ্য ডেইলি স্টারকে বলেন, 'আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে জিরোলাইনের পাশে কোনো ধরনের স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না। এ বিষয়ে বিজিবি সর্বদা সতর্ক ও কঠোর অবস্থানে রয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং আন্তর্জাতিক আইন সমুন্নত রাখতে বিজিবি প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে।'


Comments