অযৌক্তিক মজুতদারি বন্ধে বাজার পরিদর্শন চলবে: বাণিজ্য প্রতিমন্ত্রী

আহসানুল ইসলাম টিটু, অবৈধ মজুত, টিসিবি, নিত্যপণ্য,
টাঙ্গাইলের পার্ক বাটাঙ্গাইলের পার্ক বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। ছবি: সংগৃহীত

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, অযৌক্তিকভাবে মজুতদারি বন্ধে বাজার পরিদর্শন চলবে, যেন কেউ কোন কারসাজি করতে না পারে।

আজ মঙ্গলবার টাঙ্গাইলের পার্ক বাজার পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, 'বাজারে নিত্যপণ্যের পর্যাপ্ত সরবরাহ আছে। উৎপাদক, পাইকারি ও খুচরা ব্যবসায়ী সবাই নিয়মের মধ্যে এলে পণ্যের দাম ধীরে ধীরে কমে যাবে।'

'খুচরা ব্যবসায়ীদের সাবধানতার জন্য পণ্য কেনার রসিদ থাকতে হবে,' বলেন তিনি।

এর আগে টাঙ্গাইল জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মতবিনিময় তিনি বলেন, 'আগামীতে প্রতি মাসের টিসিবি পণ্য আগের মাসে পৌঁছে যাবে। উপযুক্ত টিসিবির সুবিধাভোগীদের অন্তর্ভুক্ত করতে জনপ্রতিনিধিদের দিয়ে তালিকা হালনাগাদ হচ্ছে।'

'সারাদেশে হস্তশিল্পের উন্নয়নে উদ্যোগ নিচ্ছে সরকার। টাঙ্গাইলের অনেক সম্ভাবনাময় শিল্প আছে যা দেশে-বিদেশে বাণিজ্য বাড়াতে পারে। হস্তশিল্প উন্নয়নে বাণিজ্য মন্ত্রণালয় প্রশিক্ষণ ও অর্থায়নসহ সব সুবিধার ব্যবস্থা করতে  কাজ করছে। এক্ষেত্রে জেলা প্রশাসনকে মুখ্য ভূমিকা রাখতে হবে।'  

Comments

The Daily Star  | English

No agreement on ‘humanitarian corridor’ for Rakhine: adviser

National Security Adviser Khalilur clarified that UN secretary-general did not use the term "corridor", which he said carries specific implications

3h ago