দুই মাস পর টিসিবির ট্রাকসেল, বেড়েছে দাম কমেছে ভিড়

টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকের সামনে পণ্যের দামের তালিকা। ছবি: স্টার

ঈদুল আজহাকে সামনে রেখে প্রায় দুই মাস পর ভ্রাম্যমাণ ট্রাকে করে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য বিক্রির কার্যক্রম শুরু করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। 

জানা গেছে, আগের তুলনায় টিসিবির পণ্যের দাম বেড়েছে এবং একইসঙ্গে কমেছে ট্রাকের পেছনে মানুষের ভিড়। 

টিসিবির এই ভ্রাম্যমাণ 'ট্রাকসেল'-এর আওতায় সাশ্রয়ী মূল্যে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রি হচ্ছে। তেলের দাম লিটারপ্রতি ১৩৫ টাকা, চিনির দাম কেজিপ্রতি ৮৫ টাকা ও ডাল কেজিপ্রতি ৮০ টাকা। 

এই তিন পণ্যের খুচরা বাজারমূল্য যথাক্রমে লিটারপ্রতি ১৯০ টাকা, কেজিপ্রতি ১২০ টাকা ও কেজিপ্রতি ১১৫-১২০ টাকা।    

একজন ভোক্তা সর্বোচ্চ দুই লিটার তেল, এক কেজি চিনি ও দুই কেজি ডাল কিনতে পারবেন।

আজ বৃহস্পতিবার বিকেলে পুরান ঢাকার সুরিটোলা এলাকায় গিয়ে দেখা যায় টিসিবির পণ্য বিক্রি হচ্ছে। সেখানে ট্রাকসেলের দায়িত্বে থাকা হাজী মুক্তার এন্টারপ্রাইজের ম্যানেজার মো. সেন্টু মিয়া দ্য ডেইলি স্টারকে জানান, দুপুর ১২টা ২০ মিনিট থেকে তারা বিক্রি শুরু করেছেন। মোট ৪০০ জনকে তাদের ট্রাক থেকে পণ্য দেওয়া যাবে বলে জানান তিনি।

টিসিবির ট্রাকের সামনে ভোক্তাদের সাড়ি। ছবি: স্টার

টিসিবির সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজধানীসহ সারা দেশে এরকম ৬৯০টি ভ্রাম্যমাণ ট্রাকে করে পণ্য বিক্রি হবে ৩ জুন পর্যন্ত। 

সেন্টু আরও জানান, সবশেষ ঈদুল ফিতরের আগে ২৭ মার্চ ট্রাকসেল করা হয়েছে টিসিবির পক্ষ থেকে। 

তিনি বলেন, 'আগের মতো উপচে পড়া ভিড় নেই। রোজার সময় পণ্য পেতে চার-পাঁচ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হতো। এখন দেড়-দুই ঘণ্টার মতো লাগছে।'

দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষা করে পণ্য নেওয়ার আগ মুহূর্তে সুরিটোলার বাসিন্দা শাহীদা আক্তার জানান, দেড় ঘণ্টা দাঁড়িয়ে থাকার পর লাইনের সামনে এসেছেন তিনি।

পণ্য নেওয়ার পর তিনি বলেন, 'আগে জিনিস (পণ্য) বেশি ছিল। দাম কম ছিল। দাম এতোটা না বাড়ালে ভালো হতো।' 

রমজানের ট্রাকসেলের তুলনায় এবার তেলের দাম লিটারপ্রতি ৩৫ টাকা, ডালের দাম কেজিপ্রতি ২০ টাকা ও চিনির দাম কেজিপ্রতি ১৫ টাকা করে বেড়েছে।

দাম বাড়ার কারণে ভিড় কমেছে বলে ধারণা করা হচ্ছে।

Comments

The Daily Star  | English

Khaleda Zia laid to eternal rest

Buried with state honours beside her husband Ziaur Rahman

7h ago