সরবরাহ শৃঙ্খল ঠিক রাখতে সঠিক ডেটাবেজ তৈরি অত্যন্ত জরুরি: এফবিসিসিআই

ছবি: সংগৃহীত

সরবরাহ শৃঙ্খল ঠিক রাখতে সঠিক ডেটাবেজ তৈরি অত্যন্ত জরুরি বলে মনে করেন দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম।

আজ শনিবার রাজধানীর পুরান ঢাকায় অবস্থিত মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে নিত্যপণ্য নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

'সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে কোরবানির ঈদ পর্যন্ত নিত্যপণ্যের ওপর কর কমানো দরকার', বলেন তিনি।

এফবিসিসিআইর সিনিয়র সহ-সভাপতি আমিন হেলালী নিয়ম মেনে ব্যবসা-বাণিজ্য পরিচালনা এবং নৈতিকভাবে ব্যবসা কার্যক্রম সম্পন্ন করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল বলেন, 'ক্যাশ মেমো ব্যবস্থা চালু করা গেলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি অনেকাংশেই কমে আসবে।'

Comments

The Daily Star  | English

Farewell

Nation grieves as Khaleda Zia departs, leaving a legacy of unbreakable spirit

8h ago