দেশের শিল্পাঞ্চলে প্রথম পাঁচতারা হোটেল ভালুকায়

ভালুকায় পাঁচতারা হোটেল। ছবি: সংগৃহীত

ময়মনসিংহ জেলার ভালুকায় আগামী বছর জুনের মধ্যে দেশের শিল্পাঞ্চলে প্রথম পাঁচতারা হোটেল চালু করতে যাচ্ছে বেস্ট হোল্ডিংস লিমিটেড।

ঢাকা তথা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬০ কিলোমিটার উত্তরে দ্রুত সম্প্রসারণশীল শিল্প এলাকা ভালুকা উপজেলার মাওনা হবিরবাড়িতে এই হোটেল তৈরির মাধ্যমে দেশের শিল্প ও আতিথেয়তা খাতে নতুন দৃশ্যপট যোগ করা হচ্ছে।

বেস্ট হোল্ডিংস লিমিটেডের কোম্পানি সেক্রেটারি মো. আবুল কালাম আজাদ মনে করেন, 'এই হোটেলটি শিল্পখাত ও পাঁচতারা সেবার মধ্যে সেতুবন্ধন।'

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা শুধু অতিথিদের থাকার ব্যবস্থা করছি না, আমরা দেশের নতুন শিল্পাঞ্চলগুলোয় ব্যবসা-বাণিজ্য আরও উন্নত করছি।'

ভালুকায় বর্তমানে তৈরি পোশাক, বস্ত্র, ওষুধ, সিরামিক, কৃষি প্রক্রিয়াজাতকরণ ও মোবাইল ফোন সংযোজনসহ আড়াই হাজারের বেশি শিল্পকারখানা আছে।

এলাকাটিকে গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল হিসেবে বিবেচনা করা হচ্ছে। এখানে পণ্য সরবরাহকারীদের এক্সপো, বাণিজ্য সম্মেলন ও শিল্পসংশ্লিষ্ট সভার আয়োজন করা হচ্ছে। এসব অনুষ্ঠানে দেশি-বিদেশি অতিথিরা অংশ নিচ্ছেন।

প্রায় চার দশমিক ৪৭ একর জমির ওপর হোটেলটি তৈরি হচ্ছে। দেশে ব্যবসায়ীদের সংখ্যা ক্রমশ বাড়ছে। তাদেরকে বিলাসবহুল আবাসন সেবা দেওয়ার কথা মাথায় রেখে এই হোটেলের পরিকল্পনা করা হয়েছে।

ছবি: সংগৃহীত

হোটেলটিতে থাকবে ২২৪ কক্ষ। অতিথিদের চাহিদা মেটাতে থাকবে আধুনিক সুবিধা।

এসব সুবিধার মধ্যে আছে উচ্চ-গতির ইন্টারনেট, স্মার্ট ওয়ার্ক স্টেশন, বড় পরিসরে মিটিং হল, এক্সিকিউটিভ লাউঞ্জ, রেস্তোরাঁ, ব্যবসাকেন্দ্র, বিনোদন স্থান, স্পা ও ফিটনেস পরিষেবা।

'অতিথিদের সুন্দর পরিবেশে নির্ঝঞ্চাট রাখাটাই আমাদের লক্ষ্য,' উল্লেখ করে তিনি আরও বলেন, 'আমাদের হোটেলের সুবিধাগুলো অতিথিদের চাহিদার ওপর নির্ভর করে সাজানো হয়েছে। এখানে এক বা একাধিক দিনের জন্য বাণিজ্যিক বৈঠক বা অন্যান্য অনুষ্ঠান আয়োজনের ব্যবস্থা থাকবে।'

হোটেলটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ম্যারিয়ট ইন্টারন্যাশনালের মাধ্যমে পরিচালিত হবে। এটি এ দেশে এই প্রতিষ্ঠানটির দ্বিতীয় হোটেল। বেস্ট হোল্ডিংসের ব্যবস্থাপনায় প্রথম হোটেল লা মেরিডিয়ান ঢাকা সফলভাবে পরিচালিত হচ্ছে।

এই উদ্যোগ কেবল বাংলাদেশের প্রতি ম্যারিয়টের আত্মবিশ্বাসকেই তুলে ধরে না বরং দেশের বড় শহরগুলোর বাইরেও আতিথেয়তা পরিষেবা বাড়াতে সহায়তা করছে।

ছবি: সংগৃহীত

আবুল কালাম আজাদ আরও বলেন, 'এই প্রকল্প আমাদের পরিবর্তিত অর্থনৈতিক পরিস্থিতিকে তুলে ধরছে।'

'ব্যবসা এখন আর ঢাকাকেন্দ্রিক নয়। বিনিয়োগকারীরা ভালুকার মতো উদীয়মান শিল্পাঞ্চলে আসছেন। তাদের জন্য আমাদের অবশ্যই অবকাঠামো নিয়ে প্রস্তুত থাকতে হবে।'

ভালুকায় হোটেল করার সিদ্ধান্তটি কৌশলগত ও প্রতীকী। এটি এই এলাকাকে গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে বলে মনে করেন তিনি।

হোটেলের কাজ প্রায় ৮০ শতাংশ শেষ হয়েছে। এখন এর অভ্যন্তরীণ সাজসজ্জাসহ বাকি কাজ শেষ করা হচ্ছে।

বেস্ট হোল্ডিংস ২০২১ সালের জুনে ম্যারিয়ট ইন্টারন্যাশনালের সঙ্গে এক হাজার ১৭২ কোটি ৬৯ লাখ টাকা বিনিয়োগে হোটেল তৈরির চুক্তি করে। প্রায় ৬০ শতাংশ ব্যাংক ঋণ ও ৪০ শতাংশ তহবিল সংগ্রহের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।

হোটেলটির পরিষেবা, খাদ্য ও পানীয়, প্রশাসন ও রক্ষণাবেক্ষণের কাজে ২০০-র বেশি মানুষের কাজের সুযোগ হবে। পরোক্ষভাবে লজিস্টিক, ক্যাটারিং ও পরিবহন খাতে স্থানীয়দের কাজের সুযোগ করবে।

ছবি: সংগৃহীত

সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে মিল রেখে হোটেলটির নকশা করা হয়েছে। অতিথিদের জন্য শান্তিপূর্ণ আবাসনের ব্যবস্থা করা হয়েছে। 'এটি আতিথেয়তার চেয়েও বেশি কিছু' বলে মন্তব্য করেন মো. আবুল কালাম আজাদ।

'হোটেলটি ঢাকার বাইরে উন্নয়ন ও ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে সহায়তা করবে। আমরা একে দেশজুড়ে প্রবৃদ্ধির অংশ হিসেবে দেখছি।'

বর্তমানে, দেশের বেশিরভাগ পাঁচতারা হোটেল ঢাকা, চট্টগ্রাম ও অন্যান্য শহুরে এলাকায় আছে।

চালু হওয়ার পর ভালুকায় ম্যারিয়ট হবে সরকার-স্বীকৃত পাঁচ তারকা হোটেলগুলোর একটি। বড় শহরের বাইরে খুব কম কয়েকটি হোটেলের মধ্যে এটি একটি হবে।

'এই হোটেলটি করপোরেট কর্মীদের প্রত্যাশা মেটাবে। বাংলাদেশ সারাবিশ্বের জন্য শুধু পণ্য উৎপাদনেই প্রস্তুত নয়, আমরা সেই প্রস্তুতি নিচ্ছি।'

Comments

The Daily Star  | English

BNP opposes RPO amendment requiring alliance parties to use own symbols

Salahuddin says the change will discourage smaller parties from joining coalitions

1h ago