বাটা বাংলাদেশের মুনাফা কমেছে ২৬ শতাংশ

বাটা সু, ঢাকা স্টক এক্সচেঞ্জ, লোকসান, লভ্যাংশ,

২০২৪ সালে বাটা শু কোম্পানির (বাংলাদেশ) মুনাফা কমেছে। আগের বছরের একই সময়ের তুলনায় প্রতিষ্ঠানটির মুনাফা ২৬ শতাংশ কমে হয়েছে ২৯ কোটি ৫৭ লাখ টাকা।

গতকাল বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুসারে, গত বছর প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় হয়েছে ২১ টাকা ৬২ পয়সা। ২০২৩ সালে তা ছিল ২৯ টাকা ৩১ পয়সা।

গতকাল ডিএসইতে বাটার শেয়ারের দাম ১৫ পয়সা কমে ৭৯৮ টাকা আট পয়সা ছিল। একই সময়ে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো ৯৩ টাকা ৮০ পয়সা থেকে কমে ৭১ টাকা ৪২ পয়সা হয়েছে।

গত ২২ এপ্রিল পর্ষদ সভায় এই জুতা প্রস্তুতকারক প্রতিষ্ঠানটির পরিচালকরা ২০২৪ সালের জন্য ১০৫ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেন।

প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূর্বে ঘোষিত ৩৪০ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশের সঙ্গে মিলিয়ে বছরের জন্য মোট লভ্যাংশ দেওয়ার হার ৪৪৫ শতাংশ।

বাটার বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরটি বাংলাদেশের ক্রেতাদের জন্য সংকটময় বছর ছিল। খাদ্য মূল্যস্ফীতি ১০ শতাংশের বেশি হওয়ায় মানুষ খরচ কমিয়েছে। উপরন্তু, দেশব্যাপী অস্থিরতার কারণে গত বছরের তৃতীয় প্রান্তিকে বাটার প্রায় অর্ধেক স্টোর মাঝেমধ্যে বন্ধ রাখতে হয়।

Comments

The Daily Star  | English

In Sarishabari, para sandesh sweetens Eid celebrations

Behind each piece of this delicate dessert lies hard work and precision

1h ago