প্রথমবারের মতো ৪ বিলিয়ন ডলারের বেশি বৈদেশিক ঋণ পরিশোধ

বৈদেশিক ঋণ পরিশোধ। ইলাস্ট্রেশন: স্টার গ্রাফিক্স
বৈদেশিক ঋণ পরিশোধ। ইলাস্ট্রেশন: স্টার গ্রাফিক্স

প্রথমবারের মতো বাংলাদেশ এক অর্থবছরে ৪ বিলিয়ন ডলারের বেশি বৈদেশিক ঋণ পরিশোধ করেছে। 

আজ রোববার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এই তথ্য প্রকাশ করেছে।

ইআরডির দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে বৈদেশিক ঋণ পরিশোধের পরিমাণ ছিল তিন দশমিক ৩৭ বিলিয়ন ডলার। ২০২৪-২৫ অর্থবছরে তা ২১ শতাংশ বেড়ে চার বিলিয়ন ছাড়িয়েছে।   

আগের বছরগুলোর তুলনায় বাংলাদেশ সাম্প্রতিক সময়ে অপেক্ষাকৃত কম পরিমাণ বৈদেশিক অর্থ সহযোগিতা পেয়েছে।

 

Comments

The Daily Star  | English

Macroeconomic challenges to persist in Jul-Dec: BB

BB highlights inflation, NPLs, and tariff shocks as key concerns

3h ago