স্বর্ণের দামে রেকর্ড, ভরি ১ লাখ ৮১ হাজার ৪৮৭ টাকা

মাত্র চার দিনের মধ্যে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। ফলে দেশের বাজারে স্বর্ণের দাম নতুন রেকর্ড গড়েছে।
আজ সোমবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরি ২ হাজার ৬৫৫ টাকা বাড়িয়ে ১ লাখ ৮১ হাজার ৪৮৭ টাকা করা হয়েছে। এক ভরি সমান প্রায় ১১.৬৬৪ গ্রাম।
নতুন দাম আজ থেকে দেশজুড়ে কার্যকর।
গত ৩ সেপ্টেম্বর ভরিতে স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল ৩ হাজার ৪৪৪ টাকা। তখন ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়ায় ১ লাখ ৭৮ হাজার ৮৩২ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৭০ হাজার ৭০৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৪৬ হাজার ৩১৩ টাকা, এবং হলমার্ক ছাড়া প্রচলিত সোনার দাম ছিল ১ লাখ ২১ হাজার ১৬৬ টাকা প্রতি ভরি।
নতুন মূল্য অনুযায়ী ২১ ক্যারেটের স্বর্ণের দাম হবে ১ লাখ ৭৩ হাজার ২৪৪ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৪৮ হাজার ৪৯০ টাকা।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে বিশুদ্ধ সোনার দাম বাড়ার কারণে এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
Comments