স্বর্ণের ভরি ১ লাখ ৯৫ হাজার টাকা ছাড়াল

প্রতি ভরি স্বর্ণের দাম এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার বেড়ে ১ লাখ ৯৫ হাজার ৩৮৩ টাকায় (১১.৬৬৪ গ্রাম) পৌঁছেছে, যা এ যাবতকালের সর্বোচ্চ।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নতুন এ দর ঘোষণা করেছে, যা আজ মঙ্গলবার থেকে কার্যকর হবে।
বাজুস জানিয়েছে, আগের চেয়ে ভরি প্রতি ৫২৫ টাকা বেড়েছে।
তারা বলছে, দেশের বাজারে খাঁটি স্বর্ণের দামের ঊর্ধ্বগতির কারণে এ সমন্বয় করা হয়েছে।
এর আগে গত ২৩ সেপ্টেম্বর স্বর্ণের দাম বেড়ে প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ৮৫৮ টাকা হয়। পরে ১ হাজার ৮৮৯ টাকা কমে দাঁড়ায় ১ লাখ ৯২ হাজার ৯৬৯ টাকায়।
বাংলাদেশে স্বর্ণের দাম ধারাবাহিকভাবে বাড়ছে এবং প্রায় প্রতি সপ্তাহেই নতুন রেকর্ড গড়ছে। শুধু সেপ্টেম্বর মাসেই প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে ১৬ হাজার টাকার বেশি।
Comments