‘বাংলাদেশে উড়োজাহাজ ও এলএনজি রপ্তানি করতে চায় যুক্তরাষ্ট্র’

দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশে উড়োজাহাজ, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও কৃষিপণ্য রপ্তানি করতে চায় যুক্তরাষ্ট্র। এ কথা জানিয়েছেন ঢাকায় মার্কিন দূতাবাসের নতুন কমার্শিয়াল কাউন্সেলর পল ফ্রস্ট।

আজ মঙ্গলবার রাজধানীর শেরাটন হোটেলে অ্যামেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অ্যামচেম সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ।

Comments

The Daily Star  | English

Metro mishap exposes legal void in victim compensation

The death of a pedestrian and injuries to two others -- caused by a bearing pad that fell from a metro rail pillar on Sunday -- have exposed a critical gap in the legal framework regarding compensation for victims of metro rail-related accidents.

13h ago