ডিএইচএল-দ্য ডেইলি স্টার ‘বিজনেস অ্যাওয়ার্ড’ পেলেন যারা

রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এক জমকালো আয়োজনের মধ্যে দিয়ে পাঁচ ব্যবসায়ী ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। ছবি: পলাশ খান/স্টার

ডিএইচএল-দ্য ডেইলি স্টার বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডের ২৩তম আসরে দেশের পাঁচ ব্যবসায়ী ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়েছে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এক জমকালো আয়োজনের মধ্যে দিয়ে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এ বছর পাঁচটি বিভাগে পুরস্কার দেওয়া হয়েছে। সেগুলো হলো—বর্ষসেরা ব্যবসায়ী, বর্ষসেরা আর্থিক প্রতিষ্ঠান, বর্ষসেরা প্রতিষ্ঠান, ব্যবসায় অসামান্য কৃতিত্ব অর্জনকারী নারী এবং আজীবন সম্মাননা পুরস্কার।

বর্ষসেরা ব্যবসায়ী হিসেবে পুরস্কৃত হয়েছেন প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী, বর্ষসেরা আর্থিক প্রতিষ্ঠান হিসেবে পুরস্কৃত হয়েছেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মাসরুর আরেফিন, বর্ষসেরা প্রতিষ্ঠান হিসেবে পুরস্কৃত হয়েছেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এস এম শামসুল আলম, ব্যবসায় অসামান্য কৃতিত্ব অর্জনকারী নারী হিসেবে পুরস্কৃত হয়েছেন শেয়ারট্রিপ-এর সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সাদিয়া হক এবং আজীবন সম্মাননা পুরস্কার দেওয়া হয়েছে এসিআই গ্রুপের চেয়ারম্যান আনিস উদ দৌলাকে

অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন উপস্থিত ছিলেন।

বেসরকারি খাতকে এগিয়ে নিতে এবারের আয়োজনের মূলমন্ত্র ছিল 'পাওয়ারিং দ্য প্রাইভেট সেক্টর'।

দেশের ব্যবসা খাতের সফলদের অবদানের স্বীকৃতিস্বরূপ ডিএইচএল ও দ্য ডেইলি স্টার ২০০০ সাল থেকে প্রতি বছর এ পুরস্কার দিয়ে আসছে।
 

Comments

The Daily Star  | English
charges against Sheikh Hasina at ICT

ICT case against Hasina: Verdict date could be set tomorrow

State-appointed defence counsel for the absconding accused concluded arguments today

1h ago