‘বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠান শুরু

‘বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠান। ছবি: স্টার

ডিএইচএল-দ্য ডেইলি স্টার বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডের ২৩তম আসর শুরু হয়েছে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এ অনুষ্ঠান শুরু হয়।

ইতোমধ্যে অনুষ্ঠানের প্রধান অতিথি অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ও বিশেষ অতিথি বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়েছেন।

বেসরকারি খাতকে এগিয়ে নিতে এবারের আয়োজনের মূলমন্ত্র ঠিক করা হয়েছে 'পাওয়ারিং দ্য প্রাইভেট সেক্টর'।

‘বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়েছেন। ছবি: স্টার

উদ্বোধনী বক্তব্যে ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম বলেন, 'বেসরকারি খাত আমাদের অর্থনীতির চালিকাশক্তি। এ খাতের দূরদর্শী উদ্যোক্তাদের স্বীকৃতি দেওয়ার অংশ হতে পেরে ডেইলি স্টার অত্যন্ত গর্বিত।'

ডিএইচএল বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মো. মিয়ারুল হক বলেন, 'পরিবর্তনশীল বিশ্ব অর্থনীতিতে প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখতে বাংলাদেশের বেসরকারি খাতকে তৎপরতা, উদ্ভাবন এবং সহযোগিতার মাধ্যমে বিকশিত হতে হবে। আজ রাতে আমরা শুধু আমাদের অর্জনই উদযাপন করব না, বরং আমাদের ব্যবসায়ীদের দূরদর্শী ভাবনাগুলোকেও  উদযাপন করব।'

এ বছর পাঁচটি বিভাগে পুরস্কার দেওয়া হবে। সেগুলো হলো—বর্ষসেরা ব্যবসায়ী, বর্ষসেরা আর্থিক প্রতিষ্ঠান, বর্ষসেরা প্রতিষ্ঠান, ব্যবসায় অসামান্য কৃতিত্ব অর্জনকারী নারী এবং আজীবন সম্মাননা পুরস্কার।

দেশের ব্যবসা খাতের সফলদের অবদানের স্বীকৃতিস্বরূপ ডিএইচএল ও দ্য ডেইলি স্টার ২০০০ সাল থেকে প্রতি বছর এ পুরস্কার দিয়ে আসছে।

Comments

The Daily Star  | English

Maduro 'captured and flown out' of Venezuela, Trump says

The US conducted a 'large-scale strike" on the country, he added

1h ago