আবারও বাড়ল স্বর্ণের দাম, প্রায় প্রতি সপ্তাহেই নতুন রেকর্ড

আগামীকাল থেকে ২২ ক্যারাট স্বর্ণের দাম ভরিতে ২,১৭,৩৮১ টাকা
স্বর্ণের গয়না। ফাইল ছবি: সংগৃহীত
স্বর্ণের গয়না। ফাইল ছবি: সংগৃহীত

বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম আবারও নতুন 'ইতিহাস' গড়েছে। এবার প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম বেড়ে হয়েছে ২ লাখ ১৭ হাজার ৩৮১ টাকা।   

আগামীকাল সোমবার থেকে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) ঘোষিত নতুন দর কার্যকর হবে।

বাজুসের তথ্য অনুযায়ী, নতুন দরে প্রতি ভরিতে স্বর্ণের দাম বেড়েছে ১ হাজার ৪৯ টাকা।

দেশে স্বর্ণের দাম টানা বেড়েই চলছে, প্রায় প্রতি সপ্তাহেই নতুন রেকর্ড তৈরি হচ্ছে। শুধু সেপ্টেম্বর মাসেই ২২ ক্যারেট স্বর্ণের ভরিপ্রতি দাম বেড়েছে ১৬ হাজার টাকার বেশি।

শিল্পসংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক স্বর্ণবাজারের প্রভাব, টাকার দর কম, অর্থনৈতিক অনিশ্চয়তা ও উচ্চ মূল্যস্ফীতির কারণে দাম বাড়ছে।

যদিও বাংলাদেশ উল্লেখযোগ্য পরিমাণে স্বর্ণ আমদানি করে না, তা সত্ত্বেও, বিশ্ব বাজারে স্বর্ণের মূল্যের ওঠা-নামার সঙ্গে তাল মিলিয়ে স্থানীয় বাজারেও মূল্য বদলাতে থাকে।

২০১৮ সালের স্বর্ণ নীতিমালা অনুযায়ী, বাংলাদেশে স্বর্ণের বার্ষিক চাহিদা ২০ থেকে ৪০ টনের মধ্যে।

শিল্পসংশ্লিষ্টরা বলছেন, দেশের মোট চাহিদার প্রায় ৮০ শতাংশই চোরাকারবারের মাধ্যমে মেটানো হয়। যার ফলে সরকার বড় আকারে রাজস্ব আদায় থেকে বঞ্চিত হয়।

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় স্বর্ণের দাম প্রতি ভরিতে ১৭০ টাকা ছিল।  

১০ বছরের মধ্যে তা বেড়ে ভরিতে ৩ হাজার ৭৫০ হয়। ২০০০ সাল নাগাদ তা বেড়ে ৬ হাজার ৯০০ ও ২০১০ নাগাদ ৪২ হাজার ১৬৫ টাকা হয়ে যায়।

২০১৮ সালের জানুয়ারিতে স্বর্ণের দাম ভরিতে ৫০ হাজার পার হয়। পাঁচ বছর পর, ২০২৩ সালের জুলাই মাসে তা ১ লাখ ছাড়ায়।

২০২৫ এর ফেব্রুয়ারিতে দেড় লাখ আর পরবর্তীতে ২ লাখ ছাড়িয়ে যায় এই মূল্যবান ধাতুর দাম।

Comments