৫০০ টাকার নতুন নোট আসছে ৪ ডিসেম্বর

নতুন ৫০০ টাকার নোট। ছবি: সংগৃহীত

নতুন ৫০০ টাকার নোট বাজারে আসছে আগামী ৪ ডিসেম্বর। আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের ৫০০ টাকা মূল্যমান ব্যাংক নোট প্রচলন করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক।

এই সিরিজের এক হাজার, পাঁচশ, দুইশ, একশ, পঞ্চাশ, বিশ, দশ, পাঁচ ও দুই টাকার নতুন নোট মুদ্রণের কার্যক্রম নেওয়া হয়েছে এবং ইতোমধ্যে এক হাজার, একশ, পঞ্চাশ ও বিশ টাকার নোট বাজারে ছাড়া হয়েছে।

এ পর্যায়ে গভর্নর ড. আহসান এইচ মনসুরের সই করা নতুন ডিজাইন ও সিরিজের ৫০০ টাকার নোট আগামী ৪ ডিসেম্বর বাজারে দেওয়া হবে।

নোটটি ওই তারিখে প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে ইস্যু করা হবে।

নতুন ৫০০ টাকার নোটের দৈর্ঘ্যে ১৫২ মিলিমিটার ও প্রস্থে ৬৫ মিলিমিটার। নোটের সামনের অংশের বামপাশে কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি ও মাঝে পাতা-কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলা।

নোটের পেছনভাগে সুপ্রিম কোর্টের ছবি এবং জলছাপে রয়েল বেঙ্গল টাইগার থাকছে।

নোটটিতে সবুজ রঙের আধিক্য রয়েছে এবং এখানে ১০ পরতে নিরাপত্তা বৈশিষ্ট্য সংযোজন করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এর ডান কোনায় মুদ্রিত '500' রঙ পরিবর্তনশীল উন্নতমানের নিরাপত্তা কালি দিয়ে ছাপা। নোটটি নাড়াচাড়া করলে এর রঙ সবুজ থেকে নীল রঙে পরিবর্তিত হয় এবং ভেতরে কোনাকুনিভাতে মুদ্রিত '৫০০' লেখাটি দৃশ্যমান হয়। 

এছাড়া, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য নোটের সম্মুখভাগের ডানদিকে নিচে ৫টি ছোট বৃত্ত রয়েছে যা হাতের স্পর্শে অসমতল অনুভূত হয়।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, নতুন ডিজাইন ও বৈশিষ্ট্যের ৫০০ টাকার নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট এবং ধাতব মুদ্রা যথারীতি চালু থাকবে। 

Comments

The Daily Star  | English

Tarique Rahman thanks all concerned for dignified farewell of Khaleda Zia

Expresses gratitude to CA, state agencies, foreign missions, security forces, journalists

15m ago