আরবিট্রেশনে এফবিসিসিআইয়ের সক্ষমতা বাড়াতে সহযোগিতা করবে আইসিসি

দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, এফবিসিসিআই, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, আইসিসি,
এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইসিসির চেয়ার মারিয়া ফানার্ন্দা গারজা। ছবি: সংগৃহীত

দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) আরবিট্রেশন সক্ষমতা বাড়াতে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি)।

গতকাল সোমবার এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই আগ্রহের কথা জানান আইসিসির চেয়ার মারিয়া ফানার্ন্দা গারজা।

মাহবুবুল আলম বলেন, 'আরবিট্রেশনের ক্ষেত্রে আইসিসি যে ধরণের সেবাগুলো দেয় সেটি এক কথায় অসাধারণ। আন্তর্জাতিকভাবে বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তি ও সমাধানে আইসিসির প্রতিটি পদক্ষেপ থেকে শেখার অনেক কিছু আছে। আইসিসি ইতোমধ্যে আরবিট্রেশন নিয়ে বেশ কিছু প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। এফবিসিসিআইয়ের আরবিট্রেশনকে শক্তিশালী করতে আইসিসির প্রশিক্ষণ সহায়ক ভূমিকা পালন করবে।'

এজন্য প্রয়োজনে আইসিসির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের কথাও জানান তিনি।

বেসরকারি খাতের দক্ষতা উন্নয়নে গবেষণার ক্ষেত্রেও আইসিসির কাছ থেকে সহযোগিতা চান এফবিসিসিআই সভাপতি। তিনি বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্কের প্রশংসাও করেন।

ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্সের (আইসিসি) চেয়ার মারিয়া ফার্নান্দা গারজা আইসিসি আরবিট্রেশনের দেওয়া সুবিধাগুলো নিয়ে আলোচনা করেন।

চলতি বছরের  ১৯ জানুয়ারি  প্রকাশিত নতুন ঘোষণা অনুযায়ী, খুব অল্প সময়ে বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তি করা হচ্ছে বলেও জানান তিনি।

আন্তঃসীমান্ত বাণিজ্যের গুরুত্বের ওপর জোর দিয়ে মারিয়া ফার্নান্দা গারজা বলেন, 'বিশ্ব এখন একটি বিশেষ সময় পার করছে।'

বর্তমান প্রেক্ষাপটে আন্তঃসীমান্ত বাণিজ্যের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

Comments

The Daily Star  | English

Nusraat Faria gets bail

A Dhaka court today granted bail to popular actor Nusraat Faria in an attempted murder case tied to the July uprising

33m ago