সিদ্ধ চালের রপ্তানি শুল্ক তুলে নিল ভারত

চাল
ছবি: সংগৃহীত

বিশ্বের বৃহত্তম চাল রপ্তানিকারক দেশ ভারত মঙ্গলবার সিদ্ধ চালের ওপর থেকে রপ্তানি শুল্ক প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

সরকারি সূত্র জানায়, গত মাসে সিদ্ধ চালের রপ্তানি শুল্ক ২০ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করার পর এই সিদ্ধান্ত নেওয়া হলো। কারণ ভারত চালের রপ্তানি বাড়াতে চায়, বিশেষ করে আফ্রিকার দেশগুলোতে।

গত মাসে, ভারত বাসমতী ভিন্ন সাদা চাল রপ্তানি পুনরায় শুরুর অনুমতি দিয়েছে। এজন্য প্রতি টনের প্রান্তিক মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৯০ ডলার।

জানা গেছে, দেশটিতে ধানের ভালো ফলন ও উদ্বৃত্ত মজুতের অনুমানের ভিত্তিতে সিদ্ধ চালের ওপর থেকে শুল্ক তুলে নেওয়া হলো।

২০২৩ সাল থেকে শুল্ক আরোপসহ চাল রপ্তানিতে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করে ভারত।

 

Comments