বিশ্বের সবচেয়ে দামি প্রতিষ্ঠান

অ্যাপলকে টপকে যেতে পারে মাইক্রোসফট

অ্যাপল
ছবি: রয়টার্স

এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে দামি প্রতিষ্ঠান অ্যাপল। কিন্তু, অ্যাপলের এই রাজত্ব হুমকির মুখে পড়তে যাচ্ছে। আইফোন বিক্রি আশানুরূপ না হওয়ায় পুঁজিবাজারে সিলিকন ভ্যালির এই শীর্ষ প্রতিষ্ঠানের শেয়ারের দাম ক্রমাগত কমছে।

এমন পরিস্থিতিতে অ্যাপলকে টপকে আবারও বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠান হয়ে উঠতে পারে মাইক্রোসফট।

গতকাল বুধবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানিয়ে বলা হয়, দিন শেষে অ্যাপলের শেয়ারের দাম কমেছে শূন্য দশমিক চার শতাংশ। অন্যদিকে, একই সময়ে মাইক্রোসফটের শেয়ারের দাম বেড়েছে এক দশমিক ছয় শতাংশ।

পুঁজিবাজারে অ্যাপলের দাম এখন দুই দশমিক ৮৬৬ ট্রিলিয়ন ডলার আর মাইক্রোসফটের দাম দুই দশমিক ৮৩৭ ট্রিলিয়ন ডলার।

পুঁজিবাজারের হিসাবে এখন পর্যন্ত দামি প্রতিষ্ঠান অ্যাপল; দ্বিতীয় অবস্থানে মাইক্রোসফট। অ্যাপলের শেয়ারের দাম ক্রমাগত কমতে থাকায় এটি বিশ্বের সবচেয়ে দামি প্রতিষ্ঠানের খেতাব হারানোর আশঙ্কায় আছে।

প্রতিবেদনে আরও বলা হয়, নতুন বছরের শুরু থেকে এখন পর্যন্ত অ্যাপলের শেয়ারের দাম কমেছে চার শতাংশ। একই সময়ে মাইক্রোসফটের শেয়ারের দাম বেড়েছে দুই শতাংশ।

পর্যবেক্ষকদের মতে, সাম্প্রতিক সময়ে ক্লাউড ব্যবসা থেকে মাইক্রোসফটের আয় হয়েছে ৬১ দশমিক এক বিলিয়ন ডলার।

অন্যদিকে, গত বছরের শেষ প্রান্তিকে অ্যাপলের আয় হয়েছে ১১৭ দশমিক নয় বিলিয়ন ডলার।

চলতি বছরের প্রথম সপ্তাহে চীনে আইফোন বিক্রি কমেছে প্রায় ৩০ শতাংশ। সেই দেশে হুয়াওয়ে ও অন্যান্য ব্র্যান্ডের স্মার্টফোন বিক্রি বেড়ে যাওয়ায় আইফোন বাজার হারাচ্ছে।

এমন অবস্থা চলতে থাকলে অ্যাপলকে পেছনে ফেলে দীর্ঘ সময় বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠান হয়ে থাকা মাইক্রোসফট আবারও ফিরে পেতে পারে পুরোনা তকমা।

Comments

The Daily Star  | English

16 killed as police open fire on Gen Z protest in Nepal

Police used live ammunition, tear gas, and water cannons against protesters demonstrating against social media restrictions and corruption

4h ago