পাকিস্তান-ওমানের মধ্যে ফেরি চালুর পরিকল্পনা

পাকিস্তান
পাকিস্তানের গোয়াদর সমুদ্রবন্দর। ছবি: রয়টার্স ফাইল ফটো

পৃথিবীর সবচেয়ে বড় সাগর হিসেবে খ্যাতি আছে আরব সাগরের। এই সাগরের পশ্চিমপাড়ে ওমান ও উত্তরপূর্বপাড়ে পাকিস্তান। এই দুই দেশের মধ্যে সরাসরি ফেরি যোগাযোগ চালুর পরিকল্পনা করা হচ্ছে।

গত শুক্রবার দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, দুই দেশের মধ্যে সাগরপথে যোগাযোগ বাড়াতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

ধারণা করা হচ্ছে, এই ফেরি যোগাযোগের মাধ্যমে পাকিস্তানের অর্থনীতি বাড়তি সুবিধা পাবে।

এতে আরও বলা হয়, গত বৃহস্পতিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দেশটির সাগরবিষয়ক মন্ত্রী মুহাম্মদ জুনাইদ আনোয়ার চৌধুরী ও পাকিস্তানে ওমানের রাষ্ট্রদূত ফাহাদ বিন সুলাইমান বিন খালাফ আল খারুসি এ বিষয়ে আলোচনা করেছেন।

পাকিস্তান ও ওমানের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক সম্পর্ককে আরও জোরদার করতে দেশ দুইটি সাগরপথে যোগাযোগ বাড়ানোর উদ্যোগ নিয়েছে। পাকিস্তানি মন্ত্রী আশা করেন, এর মাধ্যমে বাণিজ্যের পাশাপাশি বিনিয়োগ বাড়বে। কয়েক বিলিয়ন ডলার অর্থনীতিতে যোগ হবে।

গত বছর পাকিস্তান থেকে ওমানে পণ্য রপ্তানি হয়েছিল প্রায় ২২৪ মিলিয়ন ডলার। দুই দেশের মধ্যে ফেরি যোগাযোগ চালু হলে তা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

ওমান আশা করছে—এই ফেরি যোগাযোগের মাধ্যমে উপসাগরীয় দেশটির পণ্য দক্ষিণ এশিয়া থেকে মধ্য এশিয়ায় পৌঁছে যাবে। প্রাথমিকভাবে পণ্য পরিবহনকে গুরুত্ব দেওয়া হলেও পরবর্তীতে যাত্রী পরিবহন করা হবে।

সাগরপথে ওমান ও পাকিস্তানের দূরত্ব প্রায় এক হাজার থেকে দেড় হাজার কিলোমিটার।

Comments

The Daily Star  | English

Trump says US oil firms to head into Venezuela

US companies to invest heavily in Venezuela’s oil sector, Trump says

2h ago