ডিজিটাল ব্যাংকে বিনিয়োগ করবে ক্রিস্টাল ইন্স্যুরেন্স

ডিজিটাল ব্যাংক, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ঢাকা স্টক এক্সচেঞ্জ, ডিএসই, বাংলাদেশ ব্যাংক, আ হ ম মুস্তফা কামাল,

ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠায় স্পন্সর শেয়ারহোল্ডার হিসেবে সাড়ে ১২ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

বিমা প্রতিষ্ঠানটি কোম্পানি সেক্রেটারি এস এম শহীদুল্লাহ বলেন, ব্যাংকের নাম হিসেবে একাধিক নামের প্রস্তাব এসেছে, তবে এখনো কোনো নাম চূড়ান্ত হয়নি।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে মূল্য সংবেদনশীল তথ্যে কোম্পানিটি জানিয়েছে, গত ১৮ জুলাই অনুষ্ঠিত বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিনিয়োগের পরিমাণ ডিজিটাল ব্যাংকের মোট পরিশোধিত মূলধনের ১০ শতাংশ।

এর আগে, গত মাসে ডিজিটাল ব্যাংক গঠনে আগ্রহী উদ্যোক্তাদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করেছিল কেন্দ্রীয় ব্যাংক। ডিজিটাল ব্যাংকের জন্য চলতি বছরের ১ আগস্ট পর্যন্ত আবেদন গ্রহণ করবে বাংলাদেশ ব্যাংক।

গত ১ জুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল তার বাজেট বক্তৃতায় বলেছিলেন, আর্থিক খাতে অংশগ্রহণ বিস্তৃত করতে কেন্দ্রীয় ব্যাংক একটি কমিটি কৌশল প্রণয়নে কাজ করছে।

বাংলাদেশ ব্যাংকের গাইডলাইনে বলা হয়েছে, ডিজিটাল ব্যাংক স্থাপনে ইচ্ছুকদের ন্যূনতম পরিশোধিত মূলধন ১২৫ কোটি টাকা এবং মূলধন স্পন্সরদের কাছ থেকে আসতে হবে। প্রত্যেক স্পন্সরের ন্যূনতম হোল্ডিং শেয়ার হবে ৫০ লাখ টাকা।

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

8h ago