ন্যাশনাল ব্যাংকের সংবাদ সম্মেলন

সাংবাদিকের নাস্তার প্যাকেটে টাকা

ন্যাশনাল ব্যাংক

ব্যাংকিং খাতে সবচেয়ে লোকসানে পড়া ন্যাশনাল ব্যাংক লিমিটেডের (এনবিএল) নতুন বোর্ড বলেছে যে তারা শেয়ারহোল্ডারদের মাধ্যমে এক হাজার কোটি টাকা বিনিয়োগ করবে।

গতকাল সোমবার ব্যাংকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে ব্যাংকের নতুন চেয়ারম্যান খলিলুর রহমান সাংবাদিকদের বলেন, 'ন্যাশনাল ব্যাংক আপনাদের ব্যাংক।'

সাংবাদিকরা সবাই যেন এই ব্যাংক নিয়ে ইতিবাচক লেখেন এমন আশাও করেন তিনি।

সাংবাদিকদের সব প্রশ্নের উত্তর না দিয়ে তড়িঘড়ি করে সংবাদ সম্মেলন ছেড়ে চলে যান খলিলুর রহমান। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে তার মিটিং আছে বলে জানান।

সংবাদ সম্মেলন শেষে ব্যাংক কর্মকর্তারা সাংবাদিকদের হাতে নাস্তার প্যাকেট তুলে দেন। প্যাকেটটি নেওয়ার পর দেখা যায়, ওর ভেতরে 'পাঁচ হাজার টাকা' লেখা খাম।

এটি দেখার পর কয়েকজন সাংবাদিক প্যাকেট না নিয়ে ব্যাংক থেকে বেরিয়ে যান।

এক সাংবাদিক দ্য ডেইলি স্টারকে বলেন, সংবাদ প্রচারের জন্য সাংবাদিকদের টাকা দেওয়া একটি ব্যাংকের জন্য খুবই বিব্রতকর।

এ বিষয়ে এনবিএলের ব্যবস্থাপনা পরিচালক তৌহিদুল আলম খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে মন্তব্য করবেন না বলেন।

২০২২ সালে তিন হাজার ২৮৫ কোটি টাকা লোকসানের পর ২০২৩ সালে এক হাজার ৪৯৭ কোটি টাকা লোকসানের মুখে পড়ে এনবিএল।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, এনবিএলের খেলাপি ঋণ দাঁড়িয়েছে ১২ হাজার ৩৬৮ কোটি টাকা। এটি ব্যাংকটির মোট বিতরণ করা ঋণের ২৮ দশমিক ৯২ শতাংশ।

Comments

The Daily Star  | English

Secretariat employees protest against govt service act

From 9:30am, officers and staff started gathering in front of building no. 6 at the Secretariat's Badamtola.

9m ago