এস আলম রিফাইন্ড সুগারের জমি নিলামে তুলেছে জনতা ব্যাংক

এস আলম গ্রুপ

এস আলম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজের জমি নিলামে তুলেছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক।

ব্যাংকটির চট্টগ্রামের সাধারণ বীমা করপোরেশন শাখায় প্রতিষ্ঠানটির পাওনা এক হাজার ৭৭৭ কোটি টাকা। বকেয়া আদায়ে দুই হাজার ৯৭১ শতাংশ জমি নিলাম করছে ব্যাংকটি।

আজ সোমবার এক জাতীয় দৈনিকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে নিলামের বিষয়টি জানায় জনতা ব্যাংক।

একটি সূত্র দ্য ডেইলি স্টারকে জানিয়েছে, জনতা ব্যাংক থেকে এস আলম গ্রুপের ১০ হাজার কোটি টাকা ঋণের বেশিরভাগই খেলাপি। ফলে প্রতিটি ঋণের বিপরীতে যে জমি বন্ধক দেওয়া আছে, তা একের পর এক নিলামে তুলছে জনতা ব্যাংক।

ব্যাংকিং আইন অনুসারে, প্রথমে জমি নিলামে তোলা হবে, তা না হলে অন্য প্রক্রিয়ায় এই টাকা আদায় করা হবে।

এর আগেও জনতা ব্যাংক খেলাপি ঋণ আদায়ে এস আলম গ্রুপের জমি নিলামে তুলেছে।

প্রতিষ্ঠানটির সহযোগী প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেডিং করপোরেশনের পাওনা এক হাজার ৮৫০ কোটি টাকা আদায়ের জন্য গত ২০ নভেম্বর এক হাজার ৮৬০ শতক জমি নিলামে তোলে ব্যাংকটি।

জনতা ব্যাংকের চট্টগ্রামের সাধারণ বীমা ভবন করপোরেট শাখা থেকে এই ঋণ নেওয়া হয়। সে শাখাতেই নিলাম ডাকা হয়।

Comments

The Daily Star  | English

HSC examinees protest near Secretariat, demand education adviser’s resignation

Witnesses said protest began around 2:15pm when several hundred took position at the Secretariat

14m ago