ব্যাংক আলফালাহ অধিগ্রহণ করবে ব্যাংক এশিয়া

পাকিস্তানভিত্তিক ব্যাংক আলফালাহর বাংলাদেশের কার্যক্রম অধিগ্রহণ করবে ব্যাংক এশিয়া। ইতোমধ্যে দুই আর্থিক প্রতিষ্ঠান একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।

আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে দেওয়া এক বিজ্ঞপ্তিতে ব্যাংক এশিয়া জানিয়েছে, গত ২৮ মে এই সমঝোতা স্মারক সই হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংক, স্টেট ব্যাংক অব পাকিস্তানসহ অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পাশাপাশি আইনি ও নীতিগত পদ্ধতি মেনে এই সমঝোতা স্বাক্ষর হয়েছে।

পাকিস্তান স্টক এক্সচেঞ্জে দেওয়া আরেক বিজ্ঞপ্তিতে ব্যাংক আলফালাহ নিশ্চিত করেছে, তাদের পরিচালনা পর্ষদ ব্যাংক এশিয়ার কাছে ব্যাংক আলফালাহর বাংলাদেশের কার্যক্রম বিক্রির প্রস্তাব অনুমোদন দিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দরকারি সব ছাড়পত্র পেলে ও আরও সুনির্দিষ্ট চুক্তি স্বাক্ষরিত হলে ব্যাংক এশিয়া অধিগ্রহণের পথে এগিয়ে যাবে।

Comments

The Daily Star  | English

ROs cancel 723 nominations after scrutiny

Returning officers have cancelled 723 nominations out of 2,568 submitted across the country, the Election Commission (EC) said yesterday.

9h ago