বিদেশি কোম্পানির অংশীদারিত্বে বিস্কুট কোম্পানি গঠন করবে এসিআই

এসিআই গ্রুপ, ইউনাইটেড বিস্কুটস টপকো, ঢাকা স্টক এক্সচেঞ্জ, ডিএসই,

বাংলাদেশের বৈচিত্র্যময় ব্যবসায়িক প্রতিষ্ঠান এসিআই লিমিটেড জানিয়েছে, দেশে বিস্কুট তৈরি ও গ্রাহক সেবা দিতে লন্ডনভিত্তিক ইউনাইটেড বিস্কুটস টপকো লিমিটেডের সঙ্গে যৌথ উদ্যোগে কোম্পানি গঠন করবে তারা। এসিআইয়ের বোর্ড এই অনুমোদন দিয়েছে।

প্রস্তাবিত জয়েন্ট ভেঞ্চার কোম্পানির নাম হবে 'প্লাডিস এসিআই বাংলাদেশ লিমিটেড'।

নিয়ন্ত্রক সংস্থার সম্মতি ও অন্যান্য শর্তসাপেক্ষে নতুন কোম্পানি গঠন করবে এসিআই।

শেয়ারহোল্ডারদের জন্য এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসিআই জানিয়েছে, প্রস্তাবিত কোম্পানির ৪৯ শতাংশ শেয়ারের বিপরীতে আগামী দুই বছরে প্রায় ৫০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই।

এদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এসিআইয়ের শেয়ার দর অপরিবর্তিত আছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এসিআই লিমিটেডের একজন শীর্ষ কর্মকর্তা বলেন, বাংলাদেশের গ্রাহকের মধ্যে গুণগত সচেতনতা বেড়েছে এবং এসিআই একটি আন্তর্জাতিক কোম্পানির সঙ্গে যৌথ উদ্যোগের মাধ্যমে আরও ভালো সেবা দিতে চায়।

তিনি আরও বলেন, 'আমাদের একটি ভালো সরবরাহ নেটওয়ার্ক আছে এবং আমরা বিভিন্ন খাতে কাজ করি। এখন কীভাবে বৈশ্বিক সক্ষমতা আনা যায়, সেদিকে দৃষ্টি আছে।'

তিনি জানান, কারখানাটি ঢাকার কাছাকাছি স্থাপনের পরিকল্পনা আছে। তবে উৎপাদন পরিকল্পনা ও চালুর সময় এখনো চূড়ান্ত হয়নি।

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

1h ago