আশুলিয়ায় এবার ২৫ হাজার টাকা মজুরির দাবিতে বিক্ষোভ

ঢাকার আশুলিয়ায় বিভিন্ন দাবিতে টানা দুই সপ্তাহের বেশি সময় ধরে শ্রমিক অসন্তোষ চলার পর সম্প্রতি পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলেও এবার মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ  করেছেন পোশাক শ্রমিকরা।

আজ রোববার সকালে আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের জিরাবো এলাকা পর্যন্ত সড়কের দুই পাশে অবস্থিত বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখে এই বিক্ষোভ করেন। কারখানার ভেতরে জড়ো হয়ে নুন্যতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণের দাবিতে স্লোগান দেন।

শিল্প পুলিশ বলছে, শ্রমিক অসন্তোষ শেষে গত সপ্তাহের পুরোটা এবং চলতি সপ্তাহের প্রথম দিন অর্থাৎ গতকাল শনিবার পর্যন্ত শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ছিল। কিন্তু আজ সকাল থেকে বিভিন্ন কারখানার শ্রমিকরা তাদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা করার দাবিতে বিক্ষোভ শুরু করেন। কয়েকটি কারখানার শ্রমিকরা সকালে সড়ক অবরোধের চেষ্টা করলেও পুলিশ ও যৌথ বাহিনী তাদের বুঝিয়ে ফিরিয়ে দেয়। তবে দুপুর ২টা পর্যন্ত অন্তত ৭টি কারখানার ভেতরে শ্রমিকরা বিক্ষোভ করছিলেন।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম দ্য ডেইলি স্টারকে জানান, ন্যূনতম ২৫ হাজার টাকা মজুরি নির্ধারণের দাবি ছাড়াও কারখানাভেদে শ্রমিকরা অন্য দাবির কথাও বলছেন। যেমন—কারখানায় মালিককে আসতে হবে, বন্ধ কারখানা খুলে দিতে হবে- এমন অনেককিছু।

সারোয়ার আলম আরও জানান, আশুলিয়ায় আজও শ্রম আইনের ১৩ (১) ধারায় ১৫টি কারখানা বন্ধ আছে। সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে চারটি কারখানায়।

১৩ (১) ধারায় বলা আছে, 'কোন প্রতিষ্ঠানের কোন শাখা বা বিভাগে বে-আইনী ধর্মঘটের কারণে মালিক উক্ত শাখা বা প্রতিষ্ঠান আংশিক বা সম্পূর্ণ বন্ধ করিয়া দিতে পারিবেন, এবং এরূপ বন্ধের ক্ষেত্রে ধর্মঘটে অংশগ্রহণকারী শ্রমিকগণ কোন মজুরী পাইবেন না।'

Comments

The Daily Star  | English

Highest budget for education if BNP returns to power, pledges Tarique

Party's plans include repairing and improving dilapidated primary schools, he says

1h ago