বিদ্যুৎ সরবরাহ বন্ধ: বিকল্প সংযোগে চালু ডিইপিজেডের কারখানা

প্রতীকী ছবি। সংগৃহীত

ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ডিইপিজেড) বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ইউনাইটেড পাওয়ারে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করায় তাদের উৎপাদন বন্ধ রয়েছে। এ পরিস্থিতিতে গতকাল অন্তত ৯০টি কারখানা ছুটি ঘোষণা করা হয়।

আজ মঙ্গলবার বিকল্প উপায়ে পল্লী বিদ্যুৎ থেকে সংযোগ নিয়ে কারখানাগুলো সচল করা হয়েছে।

ডিইপিজেড ও ইউনাইটেড পাওয়ার কর্মকর্তাদের দাবি, কোনো পূর্ব ঘোষণা ছাড়াই তিতাস গ্যাস গতকাল সংযোগ বিচ্ছিন্ন করায় ডিইপিজেডের সব প্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যায়।

ডিইপিজেডের নির্বাহী পরিচালক মো. শরীফুল ইসলাম আজ সকাল সাড়ে ১১টার দিকে দ্য ডেইলি স্টারকে বলেন, 'গতকাল তিতাস গ্যাস কর্তৃপক্ষ ইউনাইটেড পাওয়ারের ডিইপিজেডে বিদ্যুৎ সরবরাহ প্রকল্পে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। বিদ্যুৎ উৎপাদন করতে না পারায় সরবরাহও করতে পারছে না। ফলে, গতকাল প্রায় ৯০টি কারখানার এক লাখের মতো শ্রমিককে ছুটি দেওয়া হয়।'

তিনি বলেন, 'সংকট কাটিয়ে উঠতে আজ বিকল্প পথে কারখানাগুলোতে পল্লী বিদ্যুৎ থেকে বিদ্যুৎ সংযোগ নিয়ে উৎপাদন সচল করা হয়েছে। ইতোমধ্যে ৭০ শতাংশ কারখানা সচল হয়েছে।'

ইউনাইটেড পাওয়ার প্লান্টের ব্যবস্থাপক মো. মমতাজ হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, 'তিতাস কর্তৃপক্ষ কোনো পূর্ব নোটিশ ছাড়াই বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে। সংকট সমাধানে আমাদের হেড অফিস থেকে তিতাসের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।'

তিতাসের আশুলিয়া আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী আবু ছালেহ মুহাম্মদ খাদেমুদ্দীন দ্য ডেইলি স্টারকে বলেন, 'বিল বকেয়া থাকায় প্রতিষ্ঠানটিতে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এটি সরকারের ঊর্ধ্বতন মহলের সিদ্ধান্ত।'

তিনি জানান, গতকাল দুপুরের দিকে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

Comments

The Daily Star  | English
Interest rate on loans by sector

High interest rates threaten SME jobs, stability

Banks charge SMEs interest rates ranging between 13 and 15 percent, among the highest across all sectors except services.

9h ago