সাভারে ৫ ঘণ্টার ব্যবধানে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন

ছবি: সংগৃহীত

সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুটি বাসে ৫ ঘণ্টার ব্যবধানে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রোববার রাত সাড়ে তিনটার দিকে রাজ ফুলবাড়িয়া স্ট্যান্ডের পশ্চিম পাশে দাঁড়িয়ে থাকা ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এর আগে শনিবার রাত সাড়ে ১০টার দিকে সাভারের গেন্ডা এলাকার ইউটার্নে পার্কিং করা আরেকটি বাসে আগুন লাগে।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ বলেন, প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মোটরসাইকেলে আসা তিনজন দুবৃত্ত ইতিহাস পরিবহনের বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসটি উদ্ধার করে হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।

অন্যদিকে, গেন্ডা এলাকায় পার্কিং করা বাসের চালক মো. সেলিম জানান, তিনি গাড়ির সামনের দিকে ইঞ্জিন কাভারের ওপর ঘুমিয়ে ছিলেন। হঠাৎ পিছনের দিকের আগুনের তাপে ঘুম ভেঙে গেলে চিৎকার করতে করতে বের হয়ে আসেন এবং পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাহাঙ্গীর আলম বলেন, রাত সাড়ে ১০টার দিকে খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। আগুনে বাসটির প্রায় ১০ শতাংশ পুড়ে গেছে। তবে আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

Comments

The Daily Star  | English

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’

12h ago